সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা সিউডারেনথেমাম ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
ফুলকে সকল মানুষই ভীষণ পছন্দ করে থাকে।সব ধরনের ফুলই সকল মানুষকে আকর্ষন করে থাকে।সিউডারেনথেমাম ফুলগুলো গ্রীষ্মকালীন সময়ে এবং উষ্ণ পরিবেশে সব চাইতে ভালো জন্মাতে পারে।বৃষ্টি পেলে সব গাছই খুব দ্রুত বৃদ্ধি পায়।সিউডারেনথেমাম ফুল গুলোর বেশ কিছু প্রজাতি রয়েছে।
বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সিউডারেনথেমাম নামক একটি ফুল গাছই যথেষ্ট।সিউডারেনথেমাম এই ফুল গাছগুলো দক্ষিণ-পূর্ব এশিয়াতে সর্বপ্রথম দেখা গিয়েছিল।গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল গুলোতে সব চাইতে বেশি ফুল গাছ বা যে কোনো প্রকার গাছ খুব ভালো ভাবে বেড়ে উঠতে পারে।সিউডারেনথেমাম এই ফুল গাছ গুলো ঝোপ আকৃতির হয়ে থাকে।
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
সিউডারেনথেমাম ফুল গাছ গুলো উচ্চতায় খুব বেশি লম্বা হয় না।এই ফুল গাছ গুলো উচ্চতায় দুই থেকে তিন ফুট লম্বা হয়ে থাকে।এই ফুল গুলো বেশ কিছু রঙের হয়ে থাকে।সিউডারেনথেমাম এই ফুল গাছ গুলোর কিছু প্রজাতীর পাতায় দাগের মতো ছোপ ছোপ হয়ে থাকে।সিউডারেনথেমাম ফুল গুলো আকারে অনেকটাই ছোট হয়ে থাকে।