সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা সিউডারেনথেমাম ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
সিউডারেনথেমাম ফুল গুলো চারটি রঙের হয়ে থাকে।সেগুলো হলো গোলাপি,বেগুনি,হালকা লাল এবং সাদা।তবে আমাদের দেশে সাদা এবং বেগুনি রঙের ফুল গুলোই সব চাইতে বেশি পরিমানে দেখা যায়।ফুল গাছের গোড়ায় নিয়মিত জৈব সার প্রয়োগ করলে গাছ গুলো খুবই সুন্দর হয়ে থাকে।
নিয়মিত সার পেলে সব ধরনের গাছে খুব দ্রুত বৃদ্ধি পায়।তাই আমাদের উচিৎ সব সময় গাছের গোড়ায় সার দিতে না পারলেও মাঝে মাঝে সার দেওয়া।সিউডারেনথেমাম এই ফুল গাছগুলো ছোট আকৃতির হয় বলেই সবসময় ছাটাই করে রাখতে হয়।
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
তাহলে গাছ গুলোর সৌন্দর্য বৃদ্ধি পায়।অনেক মানুষই আছে যারা এই গাছ গুলোকে ইনডোর প্লান্ট করে থাকে।শহর অঞ্চলের মানুষেরা বেশিরভাগ সময় ইনডোর প্লান্ট করে থাকে নানা ধরনের ছোট ছোট গাছ দিয়ে।সেই গাছ গুলোর মধ্যে সিউডারেনথেমাম ফুল গাছ একটি।