অরিগামিঃ রঙিন কাগজ দিয়ে ব্যাঙের মুখের অরিগামি।

ayaan001 -
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু / আদাব।


🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001


আজ ১৩ এপ্রিল ২০২৪ ইং: রোজ শনিবার ।

বাংলায় ৩০চৈএ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ০৩। শাওয়াল ১৪৪৫ হি:।


আমার বাংলা ব্লগে সকল সদস্য বৃন্দ......

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ব্যাঙের অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এই ধরনের অরিগামি তৈরি করতে কম বেশি সবারই অনেক ভালো লাগে। ব্যাঙের এই অরিগামি আমার ছেলে দেখে খুবই খুশি হয়েছিলো। সে এই জিনিসটা নিয়ে অনেক মজা করেছে। তৈর করার পর থেকে সারা দিন সে এই জিনিসটা নিয়ে খেলা করে বেড়িয়েছে। দেখে আমারও অনেক ভালো লেগেছে যে আমার ছেলে এই জিনিসটা পছন্দ করেছে।

এই ধরনের পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার তৈরিকৃত ব্যাঙের অরিগামি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক


প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
পেনসিল
আঠা
কাঁচি
কালার পেন
কাটা কম্পাস


প্রথম ধাপ

প্রথমে একটি রঙিন কাগজ। কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি। এবার কাঁচি দিয়ে সুন্দর করে গোল করে কাগজটা কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

গোল করে কেটে নেওয়া কাগজটি মাঝখান বরাবর সমান করে একটি ভাঁজ করে নিয়েছি। এরপর সমানতালের দিকে মাঝখানে কাঁচি দিয়ে একটা ছিদ্র করে নিয়েছি। যেমনটি আপনারা ছবিতে দেখতে পারছেন।

তৃতীয় ধাপ

এরপর সবুজ ও সাদা কাগজ দিয়ে ছোট করে আলাদা সাইজ করে কেটে নিয়েছি।

চতুর্থ ধাপ

এবার সাদা কাগজের উপর কালার পেন দিয়ে চোখ আঁকিয়ে নিয়েছি।

পঞ্চম ধাপ

এরপর চোখ দুইটিকে সবুজ কাগজের উপর চোখটি আঠা দিয়ে লাগিয়ে সবুজ রঙের কাগজের বৃত্তটি আগের কেটে কগজের মাথা বরাবর লাগিয়ে দিয়েছি।

ষষ্ঠ ধাপ

যেহেতু এইটা আমি ব্যাঙের আকার দেবো তাই কালার পেন দিয়ে এর মুখের অংশ আঁকিয়ে নিয়েছি।

সপ্তম ধাপ

এবার সবুজ রঙের কাগজ দিয়ে দুইটি পা কাঁচি দিয়ে কেটে তৈরি করে নিয়েছি। এবং পা দুইটিকে সঠিক স্থানে লাগিয়ে দিয়েছি।

অষ্টম ধাপ

সাদা কাগজ দিয়ে একটা চিকন পাইপ বানিয়ে নিয়েছি। তারপর লালা রঙের কাগজ ২" মাপে কাটে মাঝখান নিয়ে ভাঁজ দিয়ে একদিন বাদে চারিদিকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

নবম ধাপ

লাল রঙের কাগজের যেই অংশটা ফাকা ছিলো সেই অংশে সাদা কাগজ দিয়ে তৈরি করা পাইপটি ভেতরে ঢুকিয়ে দিয়ে আঠার সাহায্যে ভালো করে লাগিয়ে দিয়েছি। যেনো পাইপ দিয়ে বাতাস প্রবেশ করালে বাতাস বের হয়ে আসতে না পারে। এইটা মূলত ব্যাঙের জ্বিহ্বার কাজে ব্যাবহার করা হবে।

দশম ধাপ

এবার আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাঙের মুখের অংশে কেটে নেওয়া জায়গার ভেতর ব্যাঙের জ্বিহ্বাটি ঢুকিয়ে দিয়েছি। আটা দিয়ে সুন্দর করে সেটা লাগিয়ে দিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেলো ব্যাঙের অরিগামি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ।


পোস্টের ধরনঅরিগামি পোস্ট
তৈরিকারকমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Posted using SteemPro Mobile