জেনারেল রাইটিং: ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট কাটা হলো।

ayaan001 -
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

০৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ বুধবার ।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হতে পেরে নিজে কাছে অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদের মাঝে একটি চ্যানেল পোস্ট নিয়ে কথা বলব। বেশ কিছুদিন হয়ে যাচ্ছে শীতে আমেজ চলে এসেছে। আর শীতকাল মানেই ব্যাডমিন্টন খেলার উত্তম সময়। প্রতিবছরই ব্যাডমিন্টন খেলা করা হয়ে থাকে।চাকরি পাওয়ার পর যখন কালীগঞ্জে পশ্চিম ছিলাম সেখানেও প্রতিবছর ব্যাডমিন্টন খেলা করা হতো। চাটমোরে আসার পর দ্বিতীয় বারের মতো আবারও ব্যাডমিন্টন খেলা শুরু করার কাজ শুরু করেছি। ব্যাডমিন্টন খেলতে আমার কাছে অনেক ভালো লাগে, কারন এই খেলাটাই আমি একটু ভালো খেলতে পারি😁 তাই ভালো লাগে আর কি। অফিসের ভাইরা সহ বাহিরের বেশ কয়েকজন নিয়ে আমারা খেলাধুলা করি।


ব্যাডমিন্টন খেলা খেলতে হলে যে জিনিসটা আগে দরকার হয় সেটা হলো ব্যাডমিন্টন খেলার কোট/ খেলার মাঠ। তাই কয়েকদিন ধরে আমরা সবাই আলোচনা করছি আমাদের অফিসের ভিতরে একটি ব্যাডমিন্টন খেলার কোর্ট কাটবো। যদিও প্রতিবছর একই জায়গায় ব্যাডমিন্টনের জন্য কোর্ট কাটা হয়ে থাকে। কিন্তু এবারে ইন্টারন্যাশনাল মাপে আমরা ব্যাডমিন্টন কোর্ট কাটার চিন্তাভাবনা করেছি। অফিসের বড়দাদা উত্তম আমি ও এক ছোট ভাই মিলে ব্যাডমিন্টন খেলার কোর্ট কাটা সিদ্ধান্ত নেই। প্রথমে আমরা অনলাইন থেকে ইন্টারন্যাশনাল মাপের কোর্টের একটি ডিজাইন বের করে সেখান থেকে সঠিক মাপ হিসাব করে নেই।

সবকিছু মাফ সঠিক করে নেয়ার পর আমরা একটি সুতার সাহায্যে কোর্টের আকৃতিতে কোট তৈরি করে নেই। যেহেতু কোর্টে মাপ সমান হওয়া টা জরুরি তাই আমরা বারবার মেপে দাগ ঠিক করে নিয়েছিলাম। তবে কোর্টের সঠিক মাপ বের করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে কারণ বারবার আমাদের মাপ কচ হয়ে যাচ্ছিল। সঠিক মাপ নির্নয় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এক সাইডে মাপ ঠিক থাকছে তো অন্য সাইডের মাপ বারবার ভুল হয়ে যাচ্ছিলো।

কয়েক ঘন্টা ধরে মাপজব করার পর অবশেষে আমরা সফল হলাম কোর্টের সঠিক মাপ করতে। কোর্টের মাপ নিতে নিতে আমাদের অনেক সময় ব্যয় হয়ে গেছিল যার কারণে একদিনে এই কোর্ট তৈরি করে কোর্টের দাগ কাটা সম্ভব হয়ে উঠছিল না তারপরও আমরা বাইরের একটা দাগ কোদাল দিয়ে কেটে রেখেছিলাম। যেহেতু শীত চলে এসেছে অন্যান্য জায়গায় অনেকে আগেই খেলা শুরু করে দিয়েছে। পর্যাপ্ত পরিমাণ খেলার লোক না থাকার কারণে আমাদের ব্যাডমিন্টন কোর্ট কাটতে অনেক বিলম্ব হয়ে গেছে।

পরের দিন সকাল সকাল আমরা কোর্ট কাটার জন্য প্রস্তুত হয়। কারন আমরা যত দেরি করবো আমাদের খেলা শুরু করতে অনেক দেরি হয়ে যাবে। আমরা সবাই মিলে হাত চালিয়ে একের পর এক পর্যায়ক্রমে কোর্ট কাটা সম্পন্ন করলাম। যেহেতু আমাদের জায়গার অনেক স্বল্পতা কারণ চারপাশে নানা রকম গাছপালা রয়েছে। আমাদের কাছে কাছে যেই গাছের ডাল গুলা সমস্যা মনে হয়েছে সেই ডাল গুলা কেটে ফেলেছিলাম। যাই হোক অনেক পরিশ্রম দেওয়ার পর আমাদের ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করতে সক্ষম হলাম।

সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। আশা করছি আমার শেয়ার করা পোস্ট আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন পোস্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীমোঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।