রেনডম ফটোগ্রাফি : নানা রকম মুখরোচক খাবারের এলোমেলো আলোকচিত্র।

ayaan001 -
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু / আদাব।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ১৬ ডিসেম্বর রোজ সোমবার ২০২৪ ইং:।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের দিন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আমরা অনেক বড় একটি গৌরব অর্জন করেছি। ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ চূড়ান্তভাবে স্বাধীনতা অর্জন করে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী ঢাকার রেসকোর্স ময়দানে অত্নসমর্পন করে। ১৬ ডিসেম্বর আমাদের স্বাধীনতার প্রতীক, যে দিনটি মনে করিয়ে দেয় যে ঐক্য, ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।

আজকের এই দিনে সারা বাংলাদেশে নানা রকম অনুষ্ঠান আয়োজন করা হয়। আমাদের উপজেলাতে অনেক সুন্দর করে বিজয় দিবস উপলক্ষে সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। আমি সেখানে গিয়েছিলাম অনুষ্ঠান দেখার জন্য। সেখানে গিয়ে নানা রকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পারি। আজকে আমি আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি সেই ফটোগ্রাফি গুলা সেখান থেকেই তোলা হয়েছে। আমি অনেক সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি করেছিলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি।

প্রথম ফটোগ্রাফি

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/continents.justify.burners

আমার শেয়ার করা প্রথম ফটোগ্রাফিতে আপনারা যে খাবার দেখতে পারছেন সেটা আমাদের সকলের কাছে অনেক জনপ্রিয়। ছোট থেকে বড় সবাই এই খাবার খেতে অনেক পছন্দ করে। চানাচুর খেতে ভালো বাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি চানাচুর খেতে অনেক পছন্দ করি, কাঁচা মরিচ দিয়ে চানাচুর খাওয়ার মজাটাই আলাদা।

দ্বিতীয় ফটোগ্রাফি

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/continents.justify.burners

এবার আমি আপনাদের মাঝে যে ফটোগ্রাফিটা শেয়ার করলাম সেটা এটা হলো মটর ভাজা। মটর ভাজা খেতে অনেক ভালো লাগে। যদি ডুবো তেলে মটর ভাজা যায় তাহলে সেটা খেতে বেশ ভালো লাগে। এই খাবার গুকা মুখরোচক খাবার যার জন্য সবাই অনেক পছন্দ করে খেতে। আমার কাছেও অনেক ভালো লাগে কারন মটর খেতে কিছুটা মিষ্টি মিষ্টি লাগে।

তৃতীয় ফটোগ্রাফি

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/continents.justify.burners

সবার কাছে অতি পরিচিত নাম বাদাম, এটাকে প্রেম ফল নামেও ডাকা হয়ে থাকে। বাদাম আমাদের জন্য অনেক উপকারী একটি খাবার। ছোট বড় সবাই এই ফল খেতে অনেক পছন্দ করে। বালি দিয়ে ভাজা বাদাম খেতে অনেক ভালো লাগে। তবে যদি বাদামের ফল গুলা তেলে ভাজা হয় তাহলে খেয়ে আরও বেশি স্বাদ লাগে। বাদাম গুলা দেখতে অনেক সুন্দর লাগছে। মন চাইছে সব গুলা একসাথে খেয়ে ফেলি।

চতুর্থ ফটোগ্রাফি

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/continents.justify.burners

অড়হড় ডাল ভাজা আমার অনেক পছন্দের একটা খাবার। বেশি করে চানাচুর আর অড়হড় ডাল দিয়ে সুন্দর করে মাখিয়ে খেলে সেই স্বাদ পাওয়া যায়। তাছাড়া এই ডাল তেলে ভাজার পর স্বাদ আরও বেড়ে যায়। কাঁচা মরিচ , পেয়াজ ও মসলা দিয়ে মাখিয়ে খেলে যে কেউ এর প্রেমে পড়ে যাবে।

পঞ্চম ফটোগ্রাফি

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/continents.justify.burners

এটা মনে হয় সয়াবিন দানা হবে হয়তো। আমি ঠিক চিনি না তবে এটা খেতে বেশ ভালো লাগে। সব গুলা খাবারই মুখরোচক খাবার। আমার কাছে সব গুলাই অনেক ভালো লাগে। ভাজা সয়াবিন খেতে অনেকটা তিতা লাগে আমার কাছে৷ আর মুখের ভেতর থেকে সহজে ফুরিয়ে যায় না।

ষষ্ঠ ফটোগ্রাফি

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/continents.justify.burners

কদমা নামেই পরিচিত, চিনির সিরা দিয়ে এটা তৈরি করা হয়ে থাকে। খেতে অসম্ভব মিষ্টি ছোট বড় সবাই এই কদমা খেতে অনেক পছন্দ করে। তবে আমার কাছে কদমা দেখতে খুব একটা ভালো লাগে না। কারন অতিরিক্ত মিষ্টির কারনে মুখ মরে যায়। কদমা গুলা দেখতে অনেক সুন্দর লাগে। উপর থেকে দেখতে পুরু মনে হলেও ভেতর ফাপা।

পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ফটোগ্রাফারমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।
১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।