স্পোর্টস রিভিউ: বড় ব্যবধানে জয় পেলো সি আর সেভেনের পর্তুগাল।

ayaan001 -
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি <<ওয়া বারাকাতুহু/আদাব।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ১৯ নভেম্বর ২০২৪ ইংঃ মঙ্গলবার ।

বাংলায় ০৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। পর্তুগাল ও পোল্যান্ডের মধ্যকার জমজমাট খেলাটি অনেকদিন পর পর্তুগালের ক্ষতি দেখে অনেক ভালো লাগলো। আর ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। ম্যাচটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। ম্যাচেটি দেখে আমি খুবই মজা পেয়েছি, তাহলে চলুন কথা না বাড়িয়ে ম্যাচে রিভিউ করে ফেলি।

ম্যাচ শুরুর আগে কিছু ছবি।

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


দুই দলের লাইন আপ

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


ম্যাচেরর বিবরনী
পর্তুগালপারফর্মেন্সপোল্যান্ড
১৯শর্ট২৪
০৬শর্ট অন টার্গেট০৫
৬৬%বল পজিশন৩৪%
৬৪৮পাস৩২৬
৯০%সঠিক পাস৮৩%
০৯ফাউল১২
০৪হলুদ কার্ড০১
০০লাল কার্ড০০
০৫অফসাইড০১
০৩কর্নার০৪


ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

রেফারির বাসির সাথে সাথে খেলা শুরু হয়। দুই দল বেশ ভালো ভাবেই খেলা চালিয়ে যাচ্ছিলো। দুই দল যেহেতু সমান সালে ধন তাই কোন দলে কেউ কাউকে ছাড় দেইনি।খেলাম মোটামুটি জমজমাট ভাবে চলতে থাকে। তবে পর্তুগালের থেকে পোল্যান্ড একটু আগে আছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে পর্তুগাল পোল্যান্ডের থেকে বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল।

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

খেলা এমনি জমজমাট ভাবে চলতে থাকে যে কোন দলই গোল পায় না। হাফ টাইমের আগ মুহূর্ত পর্যন্ত দুই দলের কোন দলই জালে বল জড়াতে পারেনি। এরপর বাসি পড়লে হাফ টাইম হয়ে যায়। মাঠ ছাড়ার আগ মূহুর্তে কোন দল গোলের দেখা পাইনি।

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

হাফ টাইম পরে দুই দল আবার মাঠে নামে, তবে শুরু থেকেই পোল্যান্ড পর্তুগাল থেকে অনেকটা এগিয়েছিল কারণ তারা বারবার আক্রমণ আত্মক হয়ে উঠেছিল। কিন্তু তারা শুধু কাজে লাগাতে পারেনি। শুধু এর ক্ষেত্রে পর্তুগাল ছিল একটু এগিয়ে যাওয়ার কারণে ৫৯ মিনিটের মাথায় লিওর পা থেকে প্রথম গোলের দেখা পাই পর্তুগাল। প্রথম গোল হওয়ার কিছুক্ষণ যেতে না যেতেই দুর্দান্ত একটি পেনাল্টি শর্ট এর মাধ্যমে গোল করে ক্রিস্টিয়ানো রোনাল্ড এর ফলে পর্তুগাল ২-০ তে এগিয়ে যায়।

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

এরপর ব্রুনো ফারনান্দেজ আরেকটা গোল করে। কিন্তু পোল্যান্ড তাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাই যার কারনে ৮৮ মিনিটের মাথায় মার্কজাগের অসাধারণ শর্টে গোল পায় পোল্যান্ড।

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

এরপর বেশ কিছুক্ষণ খেলা চলতে থাকে দুই দল পাল্টা আক্রমণ চালাতে থাকে। পোল্যান্ডের উপরে একটু চাপ বেশি কারণ তারা তিনটি গোল হজম করে ফেলেছে

অন্যদিকে এক গোল করেই থেমে থাকেনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার ক্লাসিক সাইকেল কিকের মাধ্যমে আরেকটি গোল করে ফেলে। এর মাধ্যমেই পর্তুগাল তাদের গোল ব্যবধান বাড়িয়ে ফেলে। গোলের ব্যবধানে এসে দাঁড়ায় ০৫-০১। নির্দেশের সময় শেষ হওয়ার পর রেফারের বাসে পড়ে যায় পর্তুগাল বড় ব্যবধানে জয় লাভ করে।


পোস্টের ধরনফুটবল ম্যাচ রিভিউ
পোস্টকারীমোঃ আশিকুর রহমান।
চ্যানেলফুটবল ডাক
ফটো সংগ্রহইউটিউব
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবানা


ম্যাচের ভালো মন্দ
ম্যাচটি আমার কাছে খুবই ভালো লেগেছে। দুইটি দল খুবই সুন্দর খেলেছে। তবে পোল্যান্ড এর কাছ থেকে এর চেয়ে বেশি ভালো আশা করেছিলাম তবে তারা দর্শকদের ভালো খেলা উপহার দিতে পারিনি। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি কারণ এই বয়সে এসেও যে এত সুন্দর খেলা আমাদেকে উপহার দিয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য আসলেই লিজেন্ড কখনো ফুরিয়ে যায় না। তার করা বাইসাইকেল কিক গোল গুলা তার ভক্তদের চোখের প্রশান্তি এনে দেয়। গ্রেটেস্ট অল অফ টাইম CR7 ।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।