শারদীয়া কনটেস্ট ১৪৩১(শুভ -অষ্টমী)
3 comments
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে আমাদের দাদার কনটেস্ট শারদীয় পুজার ফটোগ্রাফি এবং ঘুরাঘুরি শেয়ার।আমি এই প্রতিযোগিতায় ২০২২ সালে অংশ নিয়েছিলাম একবার গত বছর এই কন্টেস্ট হয়নি তাই অংশ নিতে পারিনি এবার আবারো নিলাম।
বন্ধুরা আজকের ব্লগে শেয়ার করবো অষ্টমীর ফটোগ্রাফি গুলো।আসলে আমি বন্ধুদের জম্য এ মন্দির ও মন্দির বেশ ভালোই ঘুরাঘুরি করেছিলাম।আজকের মন্দির টা আমাদেএ গড়াই সেতুর একদম শেষ প্রান্তে অবস্থিত গৌরাঙ্গ মন্দির এর প্রতিমার চিত্র।
এই মন্দিরে প্রতি বছর বেশ ধুম ধাম করে পূজার আয়োজন করা হয়ে থাকে তবে এখানে কোনো থিম পুজো করা হয়না।তাই আপনাদের সাথে থিম পুজা শেয়ার করতে পারছি না।নিচে মন্দির এর প্রতিমার চিত্র দেখানো হলো।
বন্ধুরা এটা হলো গৌরাঙ্গ মন্দির এর প্রতিমা।তারা বেশ জাক যমক ভাবে নিজেরাই নিজেদের মন্দির এর পাশেই প্রতিমা তৈরি করেন।বেশ সময় নিয়ে কাজ করেন বিধায় অন্যান্য মন্দির থেকে তাদের প্রতিমা দেখতে ভালো হয় বেশি।
শুভ | অষ্টমী | |
---|---|---|
ডিভাইস | oppo A60 | |
দেশ | কুষ্টিয়া, বাংলাদেশ | |
সময় | ১০ অক্টোবর সন্ধ্যা ৭ঃ২২মি |
এ ছাড়াও এখানের ডেকোরেশন অত্যন্ত সুন্দর হয়ে থাকে।লাইটিং প্যান্ডেল সব কিছু খুব অসাধারণ হয়।এখানে পুজার অনেক আগে থেকেই কাজ শুরু করে দেন মন্দির কমিটির লোকজন। এই মন্দির টা আমাদের বাসার কাচাকাছি হোওয়ায় এখানের সব কিছুই চোখের সামনেই দেখি।
শুভ | অষ্টমী | |
---|---|---|
ডিভাইস | oppo A60 | |
দেশ | কুষ্টিয়া, বাংলাদেশ | |
সময় | ১০ অক্টোবর সন্ধ্যা ৭ঃ২২মি |
বন্ধুরা এই ছিলো আমার আজকের মহা অষ্টমীর ফটোগ্রাফি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি নিজের মতো করে কিছুটা চেষ্টা করেছি শুধু।সবাই ভালো থাকবেন।আবারো দেখা হবে নতুন কোনো ব্লগে ধন্যবাদ সবাইকে।
Comments