শুরু✌️🏸🏸

ashik333 -

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি দারুন ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ।


বন্ধুরা শীতের আবহাওয়া কিন্তু আমরা অনুভব করতে শুরু করেছি।বাংলাদেশের উত্তরের জেলা গুলোতে শিত বাড়ছে সেই সাথে অন্যান্য বিশেষ করে গ্রাম গুলোতে শীতের আবহাওয়া চলে এসেছে।আর শীত মানেই পিঠা পুলির ধুম সাথে রয়েছে রাতের ক্রিকেট, ফুটবল, এছাড়াই জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন। প্রতিটা বাজারের পাশেই ব্যাডমিন্টন খেলার আমেজ লক্ষ্য করা যায়।সেই ধারাবাহিকতায় আমাদের গ্রামেও শুরু হয়ে গিয়েছে।


কিছুদিন আগে ছেলেরা মাঠ পরিষ্কার করেছিলো।আসলে একটা জিনিস কি বড়রা টাকা দেয় আর ছোটরা নিজেদের সাধ্য মতো শ্রম দেয় দুইটার কম্বিনেশন এ খেলার মাঠ হয়ে যায়।ছোটরা আগাছা পরিষ্কার করে মাঠ ক্লিয়ার করার পর পর ই আমরা দরি নেট লাইট এবং বিদুৎ এর তার কিনে এনে ছেট করে মাঠ টাকে খেলার উপযোগী করে গরে তুলি।আজকে ছিলো আমাদের প্রথম দিনের খেলা।


মাঠ ঠিক করার পরে লাইন সব কিছু ক্লিয়ার থাকায় আজ থেকেই শুরু করে দিলাম খেলা করা। সবাই দেখি খেলার জন্য মাঠের আঙিনায় চলে এসেছে এটা দেখে বেশ ভালো লেগেছিল।অনেকদিন পরে মাঠে নেমেছি খেলতে একটু দোরাদোরি তেই হাপাতে শুরু করে দিয়েছি আসলে অনেকদিন পরে খেলছি শরিরে হাপ হয়ে গেছে। কয়েকটা গেম খেলার পরি ফ্রি হয়ে গেলাম একদম তখন মনে হচ্ছিলো অনেকক্ষন খেলা করতে পারবো।আসলে শরির এবং মনকে ফ্রেশ রাখতে হলে ব্যায়াম এবং খেলা ধুলার বিক্লপ নেই।সবাই ভালো থাকবেন।আবারও দেখা হবে নতুন ব্লগে।



আমার পরিচয়

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷