কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম ।পোস্টের টাইটেল দেখেই হয়তো অনেক বুঝতে পেরেছেন কোন বিষয় সম্পর্কে কথা বলবো। বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক অনেক আগে থেকেই তবে বর্তমান কিছু অপ্রীতিকর ঘটনা দুই দেশের সাধারণ জনগণের মনে প্রভাব সৃষ্টি করেছে।এই বিষয়ে নিজের মতামত ও বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবো।।
বাংলাদেশ এবং ভারত দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী দেশ, দুই দেশের মধ্যে একটি দীর্ঘ ইতিহাস, সংস্কৃতি এবং সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক কখনও কখনও জটিল হলেও, বহু বছর ধরে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতা চোখে পড়ার মতো ।বাংলাদেশ ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে, এবং এই যুদ্ধে ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর থেকে, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতির পথে এগিয়ে যেতে থাকে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক, ভাষাগত, এবং ঐতিহাসিক সম্পর্ক গভীর। উভয় দেশের মানুষ বাংলায় কথা বলে, যা সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।
তবে বর্তমান কিছু অপ্রীতিকর ঘটনা কখনোই কাম্য নয়। জাতীয় পতাকা শুধু একটি কাপড় নয় ,এটি দেশের আত্মপরিচয়ের প্রতীক। পতাকাকে অবমাননা বন্ধ করা এবং দুই দেশের পতাকাকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সকলের উচিত এই বিষয়ে সজাগ থাকা। এছাড়াও দুই দেশের রাজনৈতিক কুটনীতিক দল সুসম্পর্ক বজায় থাকে সে বিষয়ে কাজ করছে। আমাদের সকলকেই চক্রান্তে পা না দিয়ে ধৈর্য ধরা উচিত । কারণ বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের সম্পর্ক একদিন এর নয় অনেক বছরের এবং দুই দেশের সাধারণ মানুষ ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ।তাই সকলকেই শান্ত থাকার আহ্বান রইলো।
সর্বোপরি একটা কথা বলতে চাই ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রচার, ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করুন।এসব অনৈতিক কর্মকাণ্ডকে আমরা কখনোই সমর্থন করি না। আমার সকলেই চাই বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকুক।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আজকে এ পর্যন্তই আপনাদের সামনে আরো নতুন নতুন ব্লক নিয়ে হাজির হবো।ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
🌸 আমার সংক্ষিপ্ত পরিচিতি 🌸 |
আমি অর্পিতা নওশীন তিশা।আমার জাতীয়তা বাংলাদেশী। আমি বর্তমান অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে কয়েক মাস পূর্বে যুক্ত হয়েছি। আমার নতুন নতুন সৃজনশীল কাজ করতে ভালো লাগে । এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে, অবসর সময়ে গান শুনতে ভালো লাগে। তাছাড়া বিভিন্ন ধরনের মুভি যেমন:হরর, থ্রিলার,কমেডি মুভি দেখতে এবং বাংলা নাটকের পাশাপাশি হিন্দি ডাবিং করা নাটক দেখতে ভালো লাগে।
Post by-@arpita007
Date-05 th December
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
🌸 আল্লাহ হাফেজ 🌸
Posted using SteemPro Mobile