বর্তমানে বুল মার্কেটে রয়েছে $PUSS কয়েন।

aongkon -


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২১ শে নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


আমার বাংলা ব্লগের ডিসকোড সার্ভারের মিডিয়া চ্যানেল থেকে নেওয়া।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। অনেকদিন হলো জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করা হয় না। তাই আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করি। আপনারা সবাই জানেন যে, আমাদের শ্রদ্ধেয় ফাউন্ডার দাদা আজ থেকে ঠিক ৮৮ দিন আগে আমার বাংলা ব্লগের প্রথম মিমি কয়েন $PUSS আবিষ্কার করেছিল। প্রায় তিন মাস বয়সে $PUSS কয়েন যা দেখালো তা সত্যিই অবিশ্বাস্য। এখন আমার বাংলা ব্লগের প্রতিটি ইউজারের কাছে $PUSS মিমি কয়েন রয়েছে।

আমরা বর্তমানে সবাই সবার জায়গা থেকে এই কয়েনের প্রমোশনের কাজ চালিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হয় যদি আরো আগে থেকে আমরা সবাই মিলে এভাবে প্রমোশনের কাজ চালাতে পারতাম তাহলে $PUSS কয়েনের জন্য আরো ভালো হতো। যাইহোক আমার বাংলা ব্লগের মিমি কয়েন পুস আবিষ্কারের পরে মাত্র ৩৫ দিনের ভেতরে প্রতিটা পুস কয়েনের মূল্য ০.০০৭৬ ডলারে পৌঁছে গিয়েছিল। তারপর কিছু মানুষের অতিরিক্ত লোভের কারণে পুস মার্কেট ডাউনে যেতে শুরু করে।

তারপর প্রায় দেড় মাস ধরে মার্কেটের অবস্থা খুব একটা ভালো ছিল না। তবে যে কোন যেকোনো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এরকম হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কারণ এই কয়নে যারা প্রথমে ইনভেস্ট করেছিল তারা বের হয়ে যাবে এটাই নিয়ম আবার নতুন করে ইনভেস্টর ঢুকবে। তারপরেও যারা প্রথমের দিকে এই কয়েন গুলো কিনে থাকে তারা যদি নিয়ম কানুনের ভেতরে কয়েন গুলো বাই সেল করে তাহলে প্রাইজ বড় ধরনের ড্রপ খাওয়ার সম্ভাবনা কম থাকে।

আসলে মানুষের উপর বিশ্বাস করলে মানুষ সেই বিশ্বাসের মর্যাদা দেয় না আমাদের সাথেও ঠিক এমনটাই হয়েছে। আমার বাংলা ব্লগের $PUSS কয়েনের দাম অল টাইম হাই থেকে ৬০% এর মত ড্রপ করেছিল। অল টাইম হাই থেকে ড্রপ করে প্রতিটা $PUSS কয়েনের মূল্য ০.০০২৬৫০ তে চলে এসেছিল। $PUSS কয়েনের প্রাইজ যেখানেই থাক না কেন এটা আমাদের শ্রদ্ধেয় বড় দাদার প্রজেক্ট স্মরণ রাখতে হবে। আপনারা এই কয়েনের রোড ম্যাপ দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর পরিকল্পনা রয়েছে।

আর এই কারণেই $PUSS কয়েনের মার্কেট আবার দ্রুত রিকভারি হতে থাকে। ক্রিপ্টো কারেন্সিতে যে, কয়েনের ইউটিলিটি আছে সে কয়েনের দাম নিয়ে টেনশন করতে হয় না। আপনারা জানেন যে, ইতিমধ্যে $PUSS কয়েনকে ইউটিলিটি কয়েন করার জন্য অনেক সিস্টেম চালু হতে যাচ্ছে। আমার বাংলা ব্লগের প্রথম মিমি কয়েন পুস আরো নতুন নতুন ফিচার চালু হবে। এখন যত সময় যাবে ততই $PUSS কয়েনের মার্কেট ভালো হতে থাকবে। আমার কাছে মনে হয় হয়তো খুব তাড়াতাড়ি $PUSS কয়েন আগের অলটাইম হাই ক্রস করে নতুন অলটাইম হাই তৈরি করবে।

গত কয়েকদিনে $PUSS কয়েন প্রচুর পরিমাণে পাম্প করেছে আপনারা সেটা দেখেছেন। এখন বর্তমানে $PUSS কয়েনের মার্কেট ক্যাপ রয়েছে ৫.১৯ মিলিয়ন। আশা করছি খুব দ্রুত মার্কেট ক্যাপ আরো বাড়তে থাকবে। বর্তমানে প্রতিটা $PUSS কয়েনের মূল্য ০.০০৫১৯০ ডলার রয়েছে। এখন আমাদের সবার উচিত হবে যার যার জায়গা থেকে $PUSS কয়েনের প্রচুর পরিমাণে প্রমোশন করা। আমরা যত প্রমোশন করতে পারব ততই $PUSS কয়েন বাইরের ইনভেস্টরদের নজরে আসবে।

আর বাইরের ইনভেস্টররা যখন $PUSS কয়েন বাই করবে তখন মার্কেট আবার প্রচুর পরিমাণে পাম্প করতে শুরু করবে। আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করলে খুব দ্রুতই সফল হতে পারবো।



পোস্টের বিবরন

পোস্টের ধরন: জেনারেল রাইটিং
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness
OR
SET @rme as your proxy