আজ- ২৯ শে নভেম্বর, শুক্রবার, ২০২৪ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ছোট ভাই দীপ্তর জন্মদিন উপলক্ষে গত পরশুদিন ঢাকা থেকে সুনামগঞ্জে পিসিমণির বাসায় এসেছি। এখানে এসে সবার সাথে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। আমার ছোট ভাই দীপ্তর আগামীকালকে সাত বছর বয়স পূর্ণ হবে। আর এই জন্মদিনে ওর জন্য আমি ঢাকা থেকে একটি গিফট কিনে এনেছি। আমাদের ছোট ভাই বোনেরা যে কোন গিফট অনেক বেশি পছন্দ করে। আর যদি জন্মদিনের মতো দিনে ছোটদের কোন গিফট দেয়া যায় তাহলে বুঝতেই তো পারছেন কতটা খুশি হয়।
আমার ছোট ভাই দীপ্তর জন্মদিনে কি গিফট নিব এটা নিয়ে কয়েকদিন বেশ ভেবেছিলাম। কারণ ওর কাছে সব ধরনের খেলনায় রয়েছে। ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে কি গিফট নেব এ কথাটা আমার রুমমেট এর কাছে শেয়ার করলাম। তখন আমার রুমমেট বলল যে, তাদের আউটলেটে ছোটদের অনেক ভালো ভালো রিমোট কন্ট্রোল খেলনা আছে যেগুলো অনেক খুশি হবে। কারণ ছোটরা রিমোট কন্ট্রোল খেলনা অনেক বেশি পছন্দ করে।
কয়েকদিনে ভীষণ ব্যস্ততার কারণে আউটলেটে যাওয়া হচ্ছিল না, সেদিন সুনামগঞ্জে আসব সেদিন সন্ধ্যার দিকে মোহাম্মদপুরের তাকধুম আউটলেটে গেলাম। এর আগেও আমার রুমমেটের সাথে আউটলেটে অনেকবার এসেছি। এটা বম্বে সুইটস কোম্পানির আউটলেট। এ আউটলেটে বাচ্চাদের খেলনা এবং পড়াশোনার বই সহ অনেক কিছু পাওয়া যায়। এক কথায় তাকধুমের এই আউটলেট আমার কাছে অনেক ভালো লেগেছে।
আমার যে রুমমেট আছে তাকদুমের আউটলেটের ভিজিটিং অফিসার। আমি আউটলেটে যাওয়ার পরে রুমমেট এর কাছে ফোন দিলাম তারপর রুমমেট আউটলেটের ম্যানেজারের সাথে কথা বললো যে, বাচ্চাদের জন্য কোন গাড়িটা নিলে সব থেকে বেশি ভালো হবে। তারপর ম্যানেজার এবং সেলসম্যান ভালো ভালো চারটা রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি এনে বললো যে, এগুলোর ভিতর থেকে যে কোন টা নিতে পারেন অনেক ভালো হবে।
সত্যি বলতে আমি কোন গাড়িটা নেব সেটা বুঝে উঠতে পারছিলাম না। যদিও আমার রুমমেট আমাকে বলেছিল যে তাদের আউটলেটে একটা গাড়ি আছে গাড়িটা রিমোট কন্ট্রোল এবং স্মোক বের হয়। আর এই গাড়িটা আমার রুমের তার বন্ধু ছেলেকে কিছুদিন আগেই গিফট করেছিল। তাই আমিও ভেবেছিলাম যে, এই গাড়িটাই নিব।
তারপর আবার ভাবলাম যে, যার জন্য গিফট নিব তার সাথে একটু কথা বলি কেমন ধরনের গাড়ি নিলে সে সব থেকে বেশি খুশি হবে। তাই আমি পিসিমণির কাছে ভিডিও কল দিলাম তারপর বললাম যে, ছোট ভাই দীপ্তর কাছে দিতে। আমি ভিডিও কলে ছোট ভাই দীপ্ত কে বললাম এখানে চারটা গাড়ি আছে দেখো তোমার কোনটা পছন্দ হয়। আমি একটা একটা করে গাড়ি দেখালাম আর সেই গাড়িটা কেমন সেটা বলতে থাকলাম।
প্রথম তিনটা গাড়ি দেখানোর পরে যখন লাস্টে ফায়ার ট্রাক দেখলাম তখন এটা দেখেই বলল যে, আমি ফায়ার ট্রাক নেব। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার জন্য ফায়ার ট্রাকটাই নিচ্ছি। এটা শুনে তো ছোট ভাই দীপ্ত সত্যিই অনেক খুশি হয়েছিল। তারপর ভিডিও কল টা কেটে দিয়ে ম্যানেজার কে বললাম যে, এই ফায়ার ট্রাক পছন্দ হয়েছে তাই এটাই নিব। তখন উনি আমাকে বলল যে, ছেলে বাচ্চাদের প্রথম পছন্দ লাল রঙের ফায়ার ট্রাক।
ফায়ার ট্রাক কিভাবে চালাতে হয় সেটা আমাকে ম্যানেজার এবং সেলসম্যান খুব ভালোভাবে দেখায় দিলো। আর আমাকে বলল যে, আপনি ভিডিও করে রাখতে পারেন তাহলে বুঝতে সুবিধা হবে তখন আমি ভিডিও করে রাখলাম। তারপর ফায়ার ট্রাকের ৩০৩৫ টাকা পরিশোধ করে বাসায় এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। পরের দিন খুব সকালেই পিসিমণির বাসায় পৌঁছে গেলাম। তারপর ছোট ভাই জন্মদিনের গিফটের রিমোট কন্ট্রোল গাড়ি পেয়ে সে তো ভীষণ খুশি। ছোট ভাইয়ের খুশি দেখে মনে হচ্ছিলো রিমোট কন্ট্রোল এই গাড়িটা কেনা সার্থক হয়েছে।
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।