সুপার একটিভ টায়ার -০১, টায়ার -০২ ও প্রগ্রেসিভ লিস্টে যাঁরা থাকবেন তাঁরা হাই প্রায়োরিটি পাবেন shy-fox থেকে সাপোর্ট পাওয়ার জন্য, কিন্তু এর মানে এই নয় যে, shy-fox তাঁদেরকে ভোট দিতে বাধ্য থাকবে । আর যাঁরা লিস্টের বাইরে আছেন এই সপ্তাহে তাঁদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই । তাঁরা লো প্রায়োরিটি লিস্টে আছেন ঠিকই কিন্তু ভালো মানের পোস্ট করলে shy-fox থেকে অবশ্যই সাপোর্ট পাবেন । অর্থাৎ, আসল কথা হলো, shy-fox থেকে সাপোর্ট পেতে হলে আপনাকে devoted to the community, active in the community এবং good content creator হতে হবে ।