ড্রইং টিউটোরিয়াল 🎨 || পর্ব-১ || [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

alsarzilsiam -
💖 সবাইকে স্বাগতম 💖

সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমার এই ড্রইং টিউটোরিয়াল পোস্টে। প্রথম একটি কথা বলে রাখি আমি ভালো কোন আর্টিস্ট না তবে আমি যতোটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করে নেব। শুধুমাত্র একটি কথা বলতে চাই, এটি একটি শিল্প এবং এই শিল্পটি যথেষ্ট সহজ যদি আপনি বিভিন্ন টেকনিক সম্পর্কে অবগত থাকেন। আজ আমি আপনাদের সাথে কিছু টেকনিক শেয়ার করে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে।

গত পোস্টের কমেন্টে আপনারা অনেকেই এর ড্রইং এর বিভিন্ন টিপস এবং টেকনিক সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন। তাই আপনাদের অনুরোধ এই পোস্টটি লিখতে বসলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

টিপস-১ 👇

আমাদের পড়াশোনা যখন শুরু হয় তখন কিছু বর্ণমালা দিয়েই আমরা পড়াশোনা শুরু করি। আস্তে আস্তে সেই বর্ণমালা দিয়ে শব্দ এবং শব্দ থেকে বাক্য তৈরি করে নিজের মনের ভাব প্রকাশ করি। ব্যাপারটা ঠিক একই রকম। ড্রইং করতে হলে অবশ্যই আপনাকে ড্রইং এর প্রাথমিক ধাপ অতিক্রম করতে হবে। যেমন সরলরেখা অঙ্কন, বৃত্ত অঙ্কন এগুলো আপনি বারবার করতে হবে যতক্ষণ না প্রযন্ত আপনি কোন ইন্সট্রুমেন্ট ছাড়াই খুব সহজভাবে বৃত্ত, সরলরেখা, বক্ররেখা ইত্যাদি তৈরি করতে পারবেন। এই বিষয়ে পারদর্শী হয়ে গেলে ড্রইং করার সময় যে কোনো সেব দেওয়ার জন্য আপনার কোন সমস্যা পোহাতে হবে না।

Image Source

টিপস-২ 👇

পেন্সিল সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। কোন পেন্সিল দিয়ে কি কাজ করতে হয়? কোন পেন্সিল দিয়ে চুল সেট করতে হয়? কোন পেন্সিল দিয়ে বর্ডার লাইন দিতে হয়। সেসব বিষয়ে আপনাদের যথেষ্ট জ্ঞান থাকতে হবে। সাধারণত 2b/hb পেন্সিল দিয়ে আমরা রাফ ড্রইং করি। সেক্ষেত্রে ড্রয়িং এ যদি কোন ভুল হয়ে যায় তাহলে আপনি অতি সহজে সেটা মিশিয়ে ফেলতে পারবেন। কিন্তু অন্য পেন্সিল যদি রাফের জন্য ব্যবহার করেন আপনি মিশালেও সেখানে একটি দাগ থেকে যাবে এবং ড্রয়িংটির আর্কষন নস্ট করবে। 2b/hb পেন্সিল দিয়ে যখন সম্পূর্ণটাই ড্রইং হয়ে যাবে তখন ফিনিশিংয়ের ক্ষেত্রে সেই 2b/hb দাগের উপর দিয়ে 4b কিংবা 6b পেন্সিল দিয়ে বর্ডার দিতে হবে। তাহলে সেটি অনেকটা আকর্ষণীয় হয়ে উঠবে। বিভিন্ন ধরনের পেন্সিল সেট করার জন্য 4b এবং 6b পেন্সিল ব্যবহার করা যেতে পারে. অনেক সময় দেখা যায়, কোন কেন সেট অনেকটা গারো কালো হয় আবার কোনোটা দেখা যায় অনেক হালকা। সেক্ষেত্রে পেন্সিলের ভেরিয়েশন আনাটা খুবই জরুরি। এরকম সেট করলে ড্রয়িং গুলো অনেক আকর্ষণীয় লাগে। একটি কথা মাথায় রাখবেন, 2b থেকে 10b পর্যন্ত পর্যাক্রমে পেন্সিলের দাগ কালো হতে থাকে। অর্থাৎ 2b হালকা, 4b একটু বেশি গাড়ো 6b আরো গাড়ো এভাবেই 10b প্রযন্ত।

টিপস-৩ 👇

যেকোনো ড্রইং করতে হলে প্রথমেই আমরা ঘাবড়ে যাই, সেই ড্রয়িংয়ের জটিলতা দেখে। কিন্তু সেটি যদি ছোট ছোট কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হিসেবে ড্রইং করা যায় তাহলে খুব সহজেই কিন্তু সেই ড্রয়িংটি সঠিকভাবে আপনি সম্পন্ন করতে পারবেন। চলুন এমনি ২ টি ড্রয়িং দেখে আসি।

ড্রয়িং-১ 👇

যদি আপনাকে প্রথমেই ময়ূর ড্রইং করতে বলা হয় তাহলে ব্যপার টা অনেক জটিল হয়ে যেতে পারে কিন্তু ১ সংখ্যা দিয়ে যদি ময়ূর আপনি খুব সহজেই তৈরি করতে পারেন তাহলে কেমন হয়!! এই ড্রয়িংটির পর্যায়ক্রমে ধাপ গুলো উল্লেখ করলাম। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে।

ড্রয়িং-২ 👇

আগের বারের মত এবারও যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় একটি বকের ছবি আঁকুন, তাহলে হয়তো বিষয়টা অনেক জটিল হয়ে যাবে। কিন্তু ৭ সংখ্যা দিয়ে যদি খুব সহজেই এই ড্রইংটি যদি করা যায় তাহলে কেমন হতো! নিচের দিকে শেয়ার করছি।

আমি শুধুমাত্র আপনাকে দেখানো জন্য একটু তাড়াহুড়ো করেই ড্রইং সম্পন্ন করেছি। যদিও ড্রইং গুলো দেখতে খুব একটা আকর্ষণীয় হয়নি। কিন্তু আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি, যে কোন সংখ্যা দিয়ে সুন্দর সুন্দর ড্রইং করা যায় এবং বর্ণমালাগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রইং করা যায়। বিশেষ করে ড্রইং এর ক্ষেত্রে বৃত্ত অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বৃত্ত দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। অন্য একটি পর্বে এটি নিয়ে আলোচনা করব, আজকে পর্যন্ত।


আজকের কুইজঃ কোন পেন্সিল সর্বাধিক কালো সেট দিতে পারে?
বিশেষ দ্রষ্টব্য: শুধুমাত্র আমার পোস্টে উল্লেখিত পেন্সিল গুলোর মধ্যেই জানতে চাওয়া হয়েছে।

সর্বপ্রথম সঠিক উত্তরদাতা পাবেন আমার তরফ থেকে একটি ছোট্ট উপহার, ধন্যবাদ।


এই ড্রইং টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে আরও একটি ড্রইং টিউটোরিয়াল নিয়ে হাজির হব, ধন্যবাদ।



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।



বিষয়: ড্রইং টিউটোরিয়াল 🎨 || পর্ব-১

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ............