আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে এবং সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ।
প্রিয় বন্ধুরা আমি প্রতিদিন মতো আজকেও সকাল বেলা ঘুম থেকে উঠি। তারপরে বাহিরে গিয়ে দাত ব্রাশ করে, গোসল করে ফ্রেশ হই। তারপর নাস্তা সেরে নেই, এরপরেই প্রতিদিনের মতো দোকানের উদ্দেশ্যে রওনা হয়ে যাই।
আজকে আমি আসার সময় একটা ভ্যানের উঠে আমার দোকানের দেশে রওনা দেই। তো আসার সময় আশেপাশে প্রকৃতি টাকে খুব উপভোগ করি। হঠাৎ করে শীত পড়ায়, পরিবেশটা খুবই চমৎকার লাগছিল। দূরে কুয়াশা দেখা যাচ্ছিল হালকা হালকা আর রাস্তার সব গাছগুলো খুব সতেজ দেখাচ্ছিল।
সকালে পরিবেশটা দেখে মনটা ফ্রেশ হয়ে গেল এবং আমার কাছে এই শীতের আবেশটা খুবই সুন্দর লাগে। আমি শীতকাল অনেক ভালবাসি কারন আমার কাছে গরমের চাইতে শীতকালটা খুবই প্রিয়। এরপর রাস্তা দিয়ে আসার সময় আরো দেখতে পেলাম যে মানুষ খেজুরের গাছ কাটতেছে। যারা খেজুরের রসের গুড় তৈরি করে, তারা খেজুর গাছগুলো রাস্তার পাশে শারী শারী কেটে রাখতেছে। এটা দেখে আরো ভালো লাগলো যে কিছুদিনের ভিতরেই আমরা খেজুরের রস খেতে পারব তাই।সত্যি শীতের সকাল ভোরে খেজুর রস খাওয়ার অভিজ্ঞতা টাই অন্যরকম।
তো যাই হোক তারপরে আস্তে, আস্তে করে দোকানে চলে আসলাম। এরপর আল্লাহর নাম নিয়ে দোকান খুলে বেচাকেনা শুরু করলাম। তারপর আমার দোকানে কিছু মাল আসে। তো আমি সেই মালগুলোকে ভালোমতো বুঝিয়ে গুনে দোকানে নিলাম।
তারপরে যোহরের আযান হয়।তো আমি তখোন মসজিদে গিয়ে নামাজ আদায় কোরে এসে দুপুরের খাবার সেরে নেই।
তারপরে টুকটাক বেচাকেনা কোরি।এরপরে বিকেল হোয়ে আসে তখোন আমি বাহিরে একটু হাটাহাটি কোরে আছোরের নামাজ আদায় কোরতে যাই।এরপরে সন্ধ্যা হোয়ে আসে তখোন মাগরিবের নামাজ আদায় কোরি।তারপরে কিছু কালেকশন ছিলো, সেগুলো শেষ কোরে দোকানের হিসেব কোরে, দোকান বন্ধো কোরে বাড়িতে চোলে আসি।তারপরে ফ্রেশ হোয়ে রাতের খাবার শেরে ঘুমোতে চোলে যাই।প্রিয়ো বন্ধুরা আজকের ব্লগ টা এই পর্যন্তোই।শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।আমার মতো কার কার শিতের সকাল ভালো লাগে কমেন্ট কোরে জানাবেন।