আমাদের মনের মধ্যে অনেক স্বপ্ন থাকে। স্বপ্নগুলো নিয়ে আমরা অনেক চিন্তাভাবনা করি। কখনো কখনো কল্পনায় যেন আমরা সেই স্বপ্ন নিয়ে অনেক কিছু ভেবে থাকি। আসলে স্বপ্ন দেখতে আমরা ভালোবাসি স্বপ্নগুলো পূরণ করতে পারব কিনা এটা আমরা জানি না। তবে স্বপ্ন দেখতে আমরা সকলে ভালোবাসি। স্বপ্ন থাকে প্রিয় মানুষকে নিয়ে অনেক দূরে থাকবো নিরিবিলি পরিবেশ অচেনা কোন এক দেশে সুন্দর একটি ঘর বানাবো। এই প্রিয় মানুষটিকে নিয়ে থাকবো। এরকম স্বপ্ন যেন আমাদের মনের ভিতর অনেক থাকে। কিন্তু সেই স্বপ্নগুলো আমরা প্রত্যেকেই পূরণ করতে পারি না। কেউবা স্বপ্ন পূরণ করতে পারি। বেশিরভাগই আমারা স্বপ্নগুলো পূরণ করতে পারি না। স্বপ্নগুলো স্বপ্নই হয়ে থাকে। তারপরে এই স্বপ্নগুলো যেন আমরা হারিয়ে ফেলি। আর আবারো আমরা সেই স্বপ্নগুলোকে পাবার জন্য অনেক চেষ্টা করি। খুঁজতে থাকি সেই স্বপ্ন টাকে পূরণ করার জন্য, তাই সেই অনুভূতি নিয়েই মনের কল্পনা থেকে আজকে একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম।
“স্বপ্নের খোঁজে”
মোঃ আলিফ আহমেদ
স্বপ্নের খোঁজে বেরিয়েছি,
আমি আপন মনে,
তাই তো স্বপ্নগুলো খুঁজছি,
আমিগভীর ভাবে।
স্বপ্নগুলো হারিয়ে গেছে,
আমার জীবন থেকে।
তাইতো আজ খুঁজে বেড়াই,
জীবনের সকল কিছু দিয়ে।
স্বপ্ন ছিল বুক ভরা,
বাঁধবো সুখের ঘর।
তাইতো আজ খুঁজে বেড়াই,
সুখের সেই স্বপ্নটাকে।
স্বপ্নের মানুষ হয়ে তুমি,
এসেছিলে স্বপ্নের ঘরে।
তাইতো তোমায় স্বপ্নের মতো,
হারিয়ে ফেলেছি আমি আপন মনে ।
স্বপ্নগুলো খুঁজে পেলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো অচিন দেশে।
ভালোবাসার ঘর বাঁধবো,
স্বপ্নের মত করে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼
সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻