New to Nutbox?

DIY-এসো নিজে করি// রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি গাজর 🥕🥕

12 comments

alif111
63
21 days agoSteemit3 min read

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন?আশা করি অনেক ভালই আছেন। আমি @alif111,আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি ডাই প্রজেক্ট নিয়ে ।আমার ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক ভালো লাগে তাই আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত ডাই প্রজেক্ট নিয়ে হাজির হই। আমরাতো কাগজ দিয়ে নানা ধরনের ফুল তৈরি করে থাকি কিন্তু কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল বানানোর পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনাও তৈরি যায়। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি গাজর তৈরি নিয়ে। গাজর একটি শীতকালীন সবজি।গাজর খুব সুস্বাদু হয়ে থাকে। গাজর দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায় যেমন গাজরের হালুয়া, গাজরের সবজি, ইত্যাদি।আমি গাজর খেতে অনেক ভালোবাসি। প্রচন্ড গরমে হঠাৎ করে শীতকালের কথা মনে পড়ে গেল,যে শীতকালই অনেক ভালো ছিল গরমের তুলনায়।শীতকালের কথা ভাবায় শীতকালীন আমার প্রিয় সবজির কথাও মনে পড়ে গেল। তাই ভাবলাম রঙিন কাগজ দিয়ে একটি গাজর তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি।তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর এই গাজরটি তৈরি করেছি।

রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি গাজর🥕

Photoroom-20240422_224719~2.png

  • আমি যেভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর এই গাজরটি তৈরি করেছি তা, নিচে আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করা হলো🥕।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

★ রঙিন কাগজ

20240422_212419.jpg

  • সবগুলো উপকরণ একসাথে নিয়ে আমি সুন্দর গাজরটি তৈরি করা শুরু করে দিলাম।
ধাপ-১
20240422_213416.jpg20240422_213711.jpg
  • কমলা এবং সবুজ রঙের কাগজগুলোকে আমি সমানভাবে চারকোনা করে কেটে নিলাম এবং কমলা কালার কাগজটির মাঝখান দিয়ে ভাজ দিয়ে দিলাম।
ধাপ- ২
20240422_213727.jpg20240422_213848.jpg
  • এরপর কাগজটিকে উপর থেকে নিচের দিকে ভাজ করে দিলাম।
ধাপ- ৩
20240422_214054.jpg20240422_214201.jpg
  • এরপর ভাজ করা কাগজটির নিচের দুই সাইড উপরের দিকে আবার ভাজ করে দিলাম।
ধাপ- ৪
20240422_214404.jpg20240422_214426.jpg

20240422_214516.jpg

  • এরপর কাগজটিকে উল্টিয়ে দিয়ে উপরে দুটি অংশ নিচের দিকে মুড়িয়ে দিলাম।
ধাপ-৫
20240422_214745.jpg20240422_214938.jpg
  • এরপর গাজরটির পাতা দেওয়ার জন্য আমি সবুজ একটি কাগজ নিয়ে দুই সাইডে মুড়িয়ে তার মাঝখানের দুই দিকও মুড়িয়ে দিলাম।
ধাপ-৬
20240422_215054.jpg20240422_215512.jpg
  • একইভাবে আমি গাজরের দুটি পাতা তৈরি করে নিলাম।
সর্বশেষ ধাপ
20240422_215909.jpg20240422_220349.jpg

20240422_221015.jpg

  • সর্বশেষ ধাপে এসে গাজরটির পাতা লাগিয়ে দিলাম এবং গাজরটির মুখ আঁকিয়ে দিলাম সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।
উপস্থাপন

Photoroom-20240422_224549~2.png

Photoroom-20240422_224719~2.png

  • অবশেষে সম্পূর্ণ গাজরটি তৈরি করতে পেরে আমার এখন অনেক ভালো লাগছে সত্যিই গাজরটি দেখতে অনেক সুন্দর লাগছে।আমি আমার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে সুন্দর এই গাজরটি তৈরি করলাম এবং আপনাদের মাঝে এটি শেয়ার করলাম। যাইহোক রঙিন কাগজ দিয়ে তৈরি এই সুন্দর গাজরটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি গাজর 🥕
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Comments

Sort byBest