স্বপ্নপুরীর প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং | |10% Beneficiary To @shy-fox | |

alamin-islam -

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি খুব সুন্দর পেইন্টিং তৈরি করেছি। পেইন্টিং করতে আমি খুবই ভালোবাসি। বিশেষ করে পোস্টার রং অথবা জল রং দিয়ে ছবি আঁকতে আমি সবসময়ই খুবই পছন্দ করি। আজকে আমি পোস্টার রং দিয়ে রূপকথার স্বপ্নপুরীর প্রাকৃতিক দৃশ্যের একটি পেইন্টিং তৈরি করেছি। আশা করি, আজকের পেইন্টিংটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পেইন্টিং:-

উপকরণ সমুহ:

১. আর্ট পেপার
২. পোস্টার রং
৩. পেন্সিল
৪. তুলে

ধাপ-০১

প্রথমে দৃশ্যটির আকাশের অংশ গোলাপি রং দিয়ে এভাবে রং করে নিয়েছি।

ধাপ-০২

এরপর আকাশের নিচের অংশটুকুতে এভাবে নীল রং করে নিয়েছি।

ধাপ-০৩

এরপর সবুজ রং দিয়ে এভাবে গাছ এঁকে নিয়েছি।

ধাপ-০৪

এরপর গাছে সবুজ রঙের ওপর হলুদ রং দিয়ে গাছগুলোকে আরো হাইলাইট করে নিয়েছি।

ধাপ- ০৫

এরপর গোলাপি, টিয়া, সাদা ও নীল রং দিয়ে এভাবে নদীর পানি পেইন্টিং করে নিয়েছি। নদীর পানি এভাবে পেইন্টিং করেছি যেন দেখে মনে হচ্ছে আকাশ এবং গাছপালার প্রতিচ্ছবি নদীর পানিতে পড়েছে।

ধাপ-০৬

এরপর কালো রং দিয়ে নদীর পাড় এঁকে নিয়েছি এবং নেভি ব্লু রং দিয়ে একটি পাহাড়ে এঁকে নিয়েছি।

ধাপ-০৭

এরপর নদীর পাড়ে অনেকগুলো ফুল গাছ এঁকে নিয়েছি।

ধাপ-০৮

এরপর সাদা ও নীল রং মিশিয়ে আকাশের চাঁদ রং করে নিয়েছি এবং আকাশে উড়ন্ত পাখি এঁকে নিয়েছি। এভাবে আমি রূপকথার স্বপ্নপুরীর প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করে নিয়েছি।

ফলাফল

Devicerealme 8
Camera64 mp
Photo byAlamin-Islam

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নিত্য নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে