কিছু ফুলের আলোকচিত্র।

ah-agim -

কিছু ফুলের আলোকচিত্র।

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।


গোলাপ ফুলের আলোকচিত্র


লোকেশন
Device :- realme C55

গোলাপ ফুল আমাদের সকলের খুব পরিচিত ফুল । আমাদের দেশের সর্বত্র গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। গোলাপ ফুলের কয়েক হাজারের জাতের মধ্যে অনেকে প্রজাতি রয়েছে। গোলাপ ফুল অনেক রঙের হয়ে থাকে। সাধারণত গোলাপ ফুল লাল, সাদা, গোলাপি, খয়রী, বেগুনি, কমলা, হলুদ ইত্যাদি রঙের দেখতে পাওয়া যায়। লাল, গোলাপি এবং হলুদ রঙ্গের গোলাপ ফুল বেশি পাওয়া যায়। গোলাপ ফুলের ডালে তীক্ষ্ন কাঁটা সজ্জিত থাকে। গোলাপ হচ্ছে বহুবর্ষজীবী উদ্ভিদ। গোলাপ ফুলের সৌরভ এবং সৌন্দর্য খুবই দারুণ।

চন্দ্রমল্লিকা ফুলের আলোকচিত্র


লোকেশন
Device :- realme C55

চন্দ্রমল্লিকা ফুল দেখে মুগ্ধ হয় না এমন মানুষ পাওয়া যায় না। শীতকালীন ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা ফুল অন্যতম। চন্দ্রমল্লিকা ফুল বাণিজ্যিক ভাবে আমাদের দেশে চাষাবাদ হয়। চন্দ্রমল্লিকা ফুলের অনেক প্রজাতি রয়েছে। চন্দ্রমল্লিকা ফুল লাল, সাদা, হলুদ, গোলাপ, খয়েরী রঙ্গের দেখতে পাওয়া যায়। চন্দ্রমল্লিকা ফুলের পাপড়ির গঠন নান্দনিকতা বেশ অসাধারণ। এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে। ফুলের নান্দনিক সৌন্দর্য সবার নজর কাড়ে।

পেটুনিয়া ফুলের আলোকচিত্র


লোকেশন
Device :- realme C55

বৈচিত্রময় বাহারি রঙের পেটুনিয়া ফুল দেখতে খুবই সুন্দর। এই ফুল গুলো অনেক রঙের হয়ে থাকে। পেটুনিয়া ফুল গুলোর অসাধারণ সৌন্দর্য সবার নজর কাড়ে। ফুল গুলো লাল, সাদা, হলুদ, গোলাপি, বেগুনি খয়রি কমলা এবং একাধিক মিক্স রঙের পেটুনিয়া ফুলের দেখতে পাওয়া যায়। এই ফুলগুলো বাসা বাড়িতে টবের মধ্যে বাসার বারান্দায় এবং ছাদে লাগানো যায়। নানারকম পেটুনিয়া ফুল পাওয়া যায়। শীতকালীন ফুলের মধ্যে পেটুনিয়া ফুলের অন্যতম।

ডালিয়া ফুলের আলোকচিত্র


লোকেশন
Device :- realme C55

অনেক রঙের ডালিয়া ফুল হয়ে থাকে‌। ডালিয়া ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না এমন মানুষ পাওয়া যায় না। আমাদের দেশে বৈচিত্রময় অনেক রকম ডালিয়া ফুল দেখতে পাওয়া যায়। ডালিয়া হলো গুল্মজাতীয়, সপুষ্পক ভেষজ বহুবর্ষজীবী উদ্ভিদ। ডালিয়ার অনেক প্রজাতি রয়েছে। আমাদের দেশে ডালিয়া ফুল খুবই জনপ্রিয়। ডালিয়া ফুলের পাপড়ির বিন্যাস বেশ অসাধারণ।

আর্টিফিশিয়ালি ফুলের আলোকচিত্র


লোকেশন
Device :- realme C55

এই ফুল গুলো হলো আর্টিফিশিয়ারি ফুল। একদিন মেলাতে ঘুরতে গেলাম। তখন এই ফুল গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তাই ফুলের ফটোগ্রাফি করে নিলাম। নানা রকমের কাশফুলের মতোন এই ফুল গুলো দেখতে বেশ সুন্দর লাগছে। বাসা বাড়ি, অফিস আদালতের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুল গুলো ব্যবহার করা হয়ে থাকে। আর্টিফিশিয়ালি ফুল গুলো দেখেও মুগ্ধ না হয়ে উপায় নেই। এই আর্টিফিশিয়ালি ফুলের গুলো দেখতে ভীষণ ভালো লাগে।

বারবারটন ডেইজি ফুলের আলোকচিত্র


লোকেশন
Device :- realme C55

বারবারটন ডেইজি ফুলের সৌন্দর্য দেখে নিশ্চয়ই সবাই ভালো লাগে। এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর। ফুলের অসাধারণ নান্দনিক সৌন্দর্য বেশ দারুণ হয়ে থাকে। ফুল গুলো দেখতে সূর্যমুখী ফুলের মতো মনে হয়। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুল গুলো সবার নিকট ব্যাপক জনপ্রিয়।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy



♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤