New to Nutbox?

মুখ জনপ্রিয়তা কাজের সফলতা নিয়ে আসে।

3 comments

ah-agim
73
2 days agoSteemit4 min read

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000056910.jpg
source

এখন আর কাজের মানের উপর নির্ভর করে কাজের সফলতা আসে না সফলতা আসে মুখ জনপ্রিয়তার উপর। মুখ জনপ্রিয়তা এখন কার কত বেশি তার উপর নির্ভর করে কাজের সফলতা নির্ধারণ করা হয় । যাদের অধীনে কাজ করা হয় তাদের সাথে একটু হাসিমুখে কথা বলতে পারলেই কাজে মান যেমনি হোক সফলতা চলে আসে এইটা এখন বাস্তব। একটু কৌশলে গুছিয়ে তেলবাজি করতে পারলেই সফল হওয়া যায়। আর যারা সহজ সরল ভাবে তেলবাজি না করে নীরবে কাজ করা যায় দিনশেষে তারা সফল হয় না। শত চেষ্টা করেও নিজের সর্বোচ্চ দিয়ে যখন কাজ করা হয় তখন ঐ কাজে যদি সফল হওয়া যায় না তখন আসল কষ্ট মেনে নেওয়া যায় না।

শুধু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। নিরবে নিভৃতে হৃদয়ের গহীনে কষ্ট গুলো জমা হয়। বর্তমানে দেখা যায় কাজের মান যেমনি হোক যারা কাজ করে তারা যদি একটু হাসি মুখে কথা বলতে পারে আর মুখ জনপ্রিয়তা থাকে তাহলে তাদের কাজে সফলতা চলে আসে। আসলে এই বিষয় গুলো মেনে নেওয়া যায় না। যখন একই কাজের জন্য দুই ধরনের নীতি বাস্তবায়ন করা হয় উপর থেকে তখন আর কি করার থাকে। শুধু নীরবে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। হয়তো মনে মনে শুধু ভেবে যায় পরিস্থিতি যতো কঠিন হোক না কেন সফলতা একদিন আসবে। বসন্ত কোকিল আর তেলবাজ ব্যক্তিদের জন্য সব জায়গায় সর্বক্ষেত্রে যারা নিরবে কাজ করা যায় তারা অবহেলিত হয়ে থাকে।

কিন্তু যারা তাদেরকে সফলতা দিচ্ছে তাদের মনে রাখতে হবে বসন্তের কোকিল কিন্তু কয়েক মাস থেকে চলে যাবে ভ্রমর যেমন মধু সংগ্রহ করে চলে যায় ঠিক তেমনি। কারো জন্য যখন কাজের নিয়ম গুলো খুবই কঠিন হয় আবার কারো জন্য যখন নিয়ম গুলো যে কাজ করে তার ইচ্ছে অনুযায়ী হয় তখন তো আর কিছু বলার থাকে না। অধীনস্থ বলে আজ কিছুই বলতে পারি নাই। যখনই কাজের নিয়ম গুলো সম্পর্কে সঠিক কথা বলবো তখনই আমি বেয়াদব হয়ে যাবো হয়তো বা, আমার ভাগ্যে আরো খারাপ কিছু হতে পারে। তাই চোখ বুজে নিরবে শোকের অশ্রু দিয়ে হৃদয়ে চাপা কষ্ট নিয়ে সবকিছু মেনে নিতে হয়। আমার ভাগ্যটাই এমন।

সব সময় সব জায়গায় অবহেলিত হয়ে থাকি। যথাযথ কাজ করার পরেও কাজের সফলতা পাওয়া যায় না। তখন আর বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে যায়। জীবনটার প্রতি অনীহা চলে আসে। নিজের স্বপ্নগুলো হারিয়ে যায় কল্পনা গুলো বাতাসের ধূলি কণায় মিশে যায়। ধীরে ধীরে যাদের কে খুব বেশি শ্রদ্ধা এবং সম্মান করতাম সে শ্রদ্ধা এবং সম্মানের জায়গাগুলোতে ক্ষত সৃষ্টি হয়। তখন আর হৃদয় থেকে সম্মান আসে না। তখন শুধু মনে মনে ভেবে যাই সৃষ্টিকর্তা তাদের বিচার করুক যারা আমার এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। নিশ্চয়ই তারা তাদের কৃতকর্মের শাস্তি পাবে এপারে না হলেও ওপারে। আর এখন থেকে যতোদিন বাঁচবো ততোদিন চেষ্টা করবো কাজের চেয়ে মুখের জনপ্রিয়তা বাড়ানোর জন্য আর তেলবাজি করার জন্য।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Comments

Sort byBest