যার মাথায় তেল আছে তাকে আরো বেশি তেল দিয়ে থাকে। মৃত্যুই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা।

ah-agim -

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি


source

যখন হাজারো চেষ্টা করে সামান্য সফলতা পাওয়া যায় না তখন চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। অশ্রুসিদ্ধ নয়নে বারবার দিগন্ত পানে তাকিয়ে শুধু সৃষ্টিকর্তার কাছে বারবার বলে থাকি, আমার ভাগ্য কেন এমন? সৃষ্টিকর্তা হয়তো বলে থাকে, তোমার ভাগ্য আমি ভালো নির্ধারণ করেছি কিন্তু তোমার পরিবেশন এবং পরিস্থিতি আশেপাশের কর্মক্ষেত্রের মানুষ গুলো তোমার ভাগ্য খারাপের জন্য বড় দায়ী। তাদের যেই এক চোখ বাঁকা। নিশ্চয় আমি মহান সৃষ্টিকর্তা তাদের উদাসীনতা, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতার কৃতকর্মের হিসেব নিবো। অশ্রুসিদ্ধ নয়নে সৃষ্টিকর্তা তোমাকে কি বলবো, তুমি তো সব দেখছো নিশ্চয়ই এপারে না হলেও ওপারে আমাকে উত্তম প্রতিদান দেবেন। বলা হয়ে থাকে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

কিন্তু যখন হাজারো চেষ্টা করে অনেক পরিশ্রম করে সফলতার দেখা পাওয়া যায় না । তখন নিজের জীবনটা খুবই ব্যর্থ মনে হয়। আসলে কি বলবো, আমার জীবনটা বড়ই অদ্ভুত। আমার ব্যর্থতার গল্প যেই অনেক বড়। সবাই যখন আমার ব্যর্থতার গল্প শুনে তখন সবাই বলে চেষ্টা করো। হয়তো একদিন সফল হবে। কিন্তু কখন সফল হবো জানি না তবে নিশ্চয়ই এটা জানি সফল ঐদিন হবো যেদিন আমার মৃত্যু হবে। কারণ মৃত্যু ছাড়া আমার জীবনের কোন সফলতা আসবে না এইটা নিশ্চিত। কারণ আমি যে দিকে তাকাই সেদিকে সবুজ থাকলেও মরুভূমিতে পরিণত হয়। সাগরের পানির দিকে তাকালে সাগরের পানি শুকিয়ে যায়।

আমি এক হতভাগা। জীবনে এই পর্যায়ে এসে দেখছি যারা তেলবাজ যে কোনো উপায়ে যদি কিছুটা সম্পর্ক ভালো রাখা যায় তাহলে যে কোন কাজে সফল হওয়া যায়। যে কোনো বিষয়ে একটু হাসি মুখে কথা বলতে পারলে দেখা যায় তারাই সফল হোক তা অফলাইন বা, অনলাইন। এখন আর কোন জায়গায় কাজের স্বীকৃতি কাজের মানের উপর নির্ভর করে দেওয়া হয় না । দেয়া হয় মুখের জনপ্রিয়তার উপর নির্ভর করে। কে কত বেশি কৌশলে গুছিয়ে কথা বলতে পারে সেই ব্যক্তি সবার কাছে প্রিয়। জীবনের এই পর্যায়ে এসে প্রতিটি পদে পদে তা দেখতে পেলাম। যে যতো বেশি তেলবাজ সেই ততো বেশি সফল এইটা বাস্তবতা।

এখন আর কাজের উপর সফলতা নির্ভর করে না। এখন নির্ভর করে মুখের কথার উপর মুখের জনপ্রিয়তার উপর ।যারা কাজের মূল দায়িত্বে থাকে তাদের সাথে যদি কিছুটা সম্পর্ক রাখা যায় তাহলে কাজে মান যেমনি হোক ঐ কাজে সফলতা আসবে। আমি যে খুব হতভাগা, অবুঝ মন কিছুতে বোঝে না এই পৃথিবীতে যার নেই তার কোথায়ও নেই। আর যার আছে তার সব জায়গায় আছে। যার মাথায় তেল আছে তাকে আরো বেশি তেল দিয়ে থাকে সবাই। আমার অবুঝ মন কিছুতেই বুঝে না, কাজের চেয়ে মুখে জনপ্রিয়তার কদর অনেক বেশি। আমার অবুঝ মন কিছু যে বুঝে না, মৃত্যুই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy



♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤