# DIY-এসো নিজে করি (সহজভাবে পণ্ডিত জওহরলাল নেহরুর চিত্র অঙ্কন)

abusalehnahid -

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

আজ আমি সহজে আপনাদের সামনে সহজভাবে পণ্ডিত জওহরলাল নেহরুর চিত্র অংকন করার পদ্ধতি নিয়ে আলোচনা করব:

আমার অংকন করা পণ্ডিত জওহরলাল নেহরুর চিত্রটি:

আমার আজকের চিত্র আঁকার টেকনিক:

"537" সংখ্যা তিনটি ব্যবহার করে আমি পণ্ডিত জওহরলাল নেহরুর চিত্র অংকন করব।

প্রয়োজনীয় উপকরণ:

প্রথম ধাপ:

প্রথমে খাতার মাঝখানে বড় করে একটি "5" একে নেই।"5"নিচের অংশ যেন ইংরেজি "U" অক্ষরের মত হয়।

দ্বিতীয় ধাপ:

"5" এর এক পাশের অংশতে "3" অংকন করে নেই,এতে করে নেহরুজির কান অংকনের কাজ হয়ে যায়।এরপর "5" এর ভেতরে উল্টা করে "7" অঙ্কন করি। এতে করে নেহেরুজির নাক অংকন এর কাজ সহজ হয়ে যায়।"5" এর উপরের প্রন্তদয় যুক্ত করে দেই। ফলে পন্ডিত নেহেরুজির টুপি হয়ে গেল। এরপর মাথার নিচে গলায় শার্টের কলার অংকন করে নেই।

তৃতীয় ধাপ:

এ ধাপে নাক পরিপূর্ণভাবে অঙ্কন করি। এরপর নাকের নিচে মুখ অঙ্কন করে নেই। গলার কলার এর নিচে শার্ট এবং শার্টের বোতাম অঙ্কন করি। এরপর শার্টের এক পাশের অংশতে গোলাপ ফুল অংকন করে নেই। নেহরুজি সব সময় শার্ট এর এক পাশে গোলাপ ফুল রাখতেন।

চতুর্থ ধাপ:

এরপর নাকের উপরে দু'পাশে দুটি চোখের ভ্রু অংকন করে নেই এবং এক পাশের ভ্রুর নিচে চোখ অঙ্কন করে নেই।

পঞ্চম ধাপ:

এ ধাপে অপর পাশের ভ্রুর নিচে চোখ অঙ্কন করে নেহেরুজির চিত্রাঙ্কন সম্পন্ন করি।

ষষ্ঠ ধাপ:

এধাপে আমার অংকন করা চিত্রের নিচে আমার স্টিমিট আইডি নামের লোগো যুক্ত করি।

উপরোক্ত সকল পদ্ধতি অনুসরণ করে আমি আমার অংকন করা চিত্রটি সম্পন্ন করলাম। আপনাদের সবার কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।