New to Nutbox?

তিন বন্ধু মিলে বিরিয়ানি হাউজে একদিন

2 comments

abubakar121
49
5 days agoSteemit3 min read

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাবআমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।

1000005332.png

বাসায় শুয়ে আছি হঠাৎ করে দেখি আমার বন্ধু আমার বাসায় এসে আমাক ডাকতেছে। ওকে দেখে তো আমি পুরাই অবাক। কারণ সে ঢাকায় থাকে। হঠাৎ করে বাসায় এসে আমাক এভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতেও পারি। তারপর ওর সাথে কিছুক্ষণ ধরে গল্প করলাম।ও আমাক বলতেছে যে বন্ধু রংপুর যাবো কিছু কেনাকাটা করা লাগবে আমার।তা আমি বললাম যে আমি গোসল করে রেডি হইতেছি তুই বাসায় গিয়ে রেডি হয়ে আমার বাসায় আয়।আর অনেক দিন পর বাসায় আসছিস আজকে কিন্তু তুই আমাক বিরিয়ানি খাওয়াবি। তারপর ও বাসায় গিয়ে রেডি হয়ে আমার বাসায় আসলো। আমি তো ওর আগে রেডি হয়ে বসে আছি যে ও কখন আসবে। তারপর ও আমাদের বাসায় আসলো দুই জন মিলে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম গিয়ে একটা অটো নিলাম। অটো তে উঠে আবার গল্প শুরু করে দিলাম গল্প করতে করতে দর্শনা পৌঁছালাম। ওখানে গিয়ে ও বলতেছে যে আব্দুল খালেক কে ফোন দে দিয়ে দর্শনা আসতে বল। আমি ওকে ফোন দিয়ে ডাকলাম ও ২-৩ মিনিটের মধ্যে আসলো। আসলে আমার ঐ বন্ধুটা দর্শনায় ম্যাসে থাকে।

1000002086.jpg

তারপর আমরা তিনজন মিলে রংপুর সুপার মার্কেট
এর দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে সুপার মার্কেটে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখি কারেন্ট নাই এমনি তো অনেক গরম লাগতেছিলো ।আমি ভাবছিলাম যে ওরা কেনাকাটা করবে আর আমি বসে বসে বাতাস খাবো। কিন্তু আমার কপাল খারাপ ঐ দিন ঐ সময় কারেন্ট ছিল না। আমরা বেশ কিছু দোকান ঘোরাঘুরি করলাম আমার বন্ধুর নাকি কোন কিছুই পছন্দ হচ্ছে না। অনেক ঘোরাঘুরি করার পর এক বড় দোকানে গেলাম ওখানে গিয়ে যখন অনেক কিছু দেখাতে শুরু করছে তখন ও বলতেছে আমার সব পছন্দ হইতেছে।এই দোকানে একটু আগে আসলে তো এতক্ষণে কেনাকাটা শেষ হয়ে যেত। তারপর আমি ওকে বলতেছি যে কি নিবি একটু তাড়াতাড়ি নে আমাক খুব গরম লাগতেছে। তারপর আমরা কেনাকাটা শেষ করে ওখান থেকে বের হলাম বের হয়ে আমি ওকে বলতেছি বন্ধু চল এখন বিরিয়ানি খাওয়াবি? ও আবার একটু কিপ্টা তো ও অতো সহজে রাজি হচ্ছিল না। অনেক বোঝাবুঝি করার পর শেষ পর্যায়ে সে রাজি হয়। তারপর আমরা ডিরেক্ট বিরিয়ানি হাউজে চলে যাই। সেখানে গিয়ে তিনজনের জন্য বিরিয়ানি অর্ডার দিলাম। কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি নিয়ে হাজির। ওরা তো দুই জন বিরিয়ানি নিয়ে আসতে না আসতে খাওয়া শুরু করছিল। পরে আমি ওদেরকে বল্লাম যে একটু ধৈর্য ধর আমি ঐ ফাঁকে কয়টা ফটোগ্ৰাফি করে নিলাম।ঐ দিনের বিরিয়ানি টা খুব ভালো ছিল। বিরিয়ানি টা খেয়ে অনেক ভালো লাগছে। তারপর আমরা ঐ বন্ধু কে ম্যাসে রেখে আমরা দুজন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

1000002090.jpg

আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে

আল্লাহ হাফেজ

ক্যামেরা পরিচিতি
DeviceMotorola g34 5g
Camera52 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

Comments

Sort byBest