পুলিশের মাঠ করার অভিজ্ঞতা ও অনুভূতি

abubakar121 -

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাবআমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে পুলিশের মাঠ করার অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করবো। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।

আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে, বাংলাদেশের মধ্যে বেশ কিছু দিন ধরে পুলিশের (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) পদে নিয়োগ দেয়া হচ্ছে। আর এই নিয়োগ সারা বাংলাদেশের সব জেলার মধ্যেই হচ্ছে।গত কয়েক বছরের তুলনায় এবার অনেক লোক নিয়োগ দিচ্ছে। সারা বাংলাদেশে প্রায় ৪২০০ লোক আর আমাদের রংপুরে প্রায় ছেলে ৭৫ জন আর মেয়ে ১০ জন নিয়োগ দিবে। আমাদের রংপুর জেলার মাঠের আগে প্রায় অনেক গুলো জেলাতে প্রাথমিক মাঠ সম্পন্ন হয়েছিল।সরকারি চাকরি করা অনেক ছেলের স্বপ্ন। কিন্তু আমার কেন জানি সরকারি চাকরির মধ্যে শুধু আর্মির চাকরিটা ভালো লাগে। পুলিশের চাকরি তো আমি আগে থেকেই পছন্দ করতাম না,আর আন্দোলনের পর থেকে তো আরো পুলিশের প্রতি মন উঠে গেছে একদম। আমার বন্ধুরা দেখতেছি সবাই আবেদন করতেছে আর আমার বাসা থেকেও আমার আব্বু আমাক বলতেছে যে, এবার নাকি পুলিশের বড় নিয়োগ দিয়েছে তা আবেদন করছিস? তা আমি বললাম যে না।এই কথা শুনে তো আমার আব্বু রাগ হয়ে গেছে। তারপর আমাক টাকা দিল দিয়ে বলতেছে যে এখন এ গিয়ে আবেদন করবি । তারপর কি আর করার বাধ্য হয়ে আবেদন করলাম আরকি।

যেহেতু আমি রংপুরে মাঠ করেছিলাম। আমার বাসা থেকে প্রায় রংপুর ৩০-৩৫ কিলোমিটার। যেহেতু আমাদের মাঠে যেতে হবে সকাল টায়।তাই আমরা তিন বন্ধু একটা গাড়ি নিয়ে সকাল সাতটায় রওনা দিলাম।ঐ দিন প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিল। আমরা সেখানে প্রায় ২০ মিনিট আগে পৌঁছাতে পেরেছিলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম গেটের সামনে হাজার হাজার মানুষের ভিড় ভিতরে ঢোকা প্রায় অসম্ভব। যেহেতু আমরা কেউ সকালে নাস্তা করি নি তাই আমরা নাস্তা করতে গেলাম। নাস্তা শেষ করে এসে দেখি এখন ও গেটের সামনে অনেক ভিড় । হুড়োহুড়ি করে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে দেখলাম যে একটা পোস্টার লাগানো আছে সেখানে কেনো যানি সবাই ভিড় করতেছে। তারপর আমি গিয়ে দেখলাম যে সেখানে সবার সিরিয়াল নাম্বার,আর লাইন নাম্বার দেওয়া। আমার দশ নাম্বার লাইন। তারপর ভিতরে ঢুকে পড়লাম।

ভিতরে ঢুকে আমার বন্ধু পাঁচ নাম্বার লাইনে চলে গেল। আমি আমার দশ নাম্বার লাইনে চলে গেলাম। সেখানে গিয়ে আবার আমার আরেক বন্ধুর সাথে দেখা তার সাথে গল্প করতে করতে প্রায় একটু সময় কাটলো। আধা ঘন্টা পর আমার বন্ধু আমাক ফোন দিয়ে বলতেছে যে বন্ধু আমি বাইরে বের হলাম। সে নাকি উচ্চতায় টিকতে পারে নি। আমিও তার প্রায় এক ঘন্টা পরে লাইনের সামনে গিয়ে স্যার কে আমার এডমিট কার্ডটি দিলাম দিয়ে সাইন করলাম তারপর আমার উচ্চতা মাপা হলো আমি টিকলাম । তারপর পুলিশের আরেকটা বড় স্যার এসে মাপলো মেপে বললো যে বাবা তোমার হবে না, তুমি সর্ট । তারপর আমার কাগজটা জমা নিয়ে আমার হাতের আঙ্গুলে দাগ দিয়ে দিল। তারপর আমি মাঠ থেকে বের হয়ে গেলাম।এই বারে আমাদের রংপুরের মাঠে প্রায় আমার ধারণা মতে আমরা ১০০০০-১২০০০ এর মতো মানুষ মাঠ করেছি। তো আজ এই পর্যন্তই।

আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে

আল্লাহ হাফেজ

ক্যামেরা পরিচিতি
DeviceMotorola g34 5g
Camera52 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
আমার পরিচয়

আমার নাম মোঃ আবু বকর (সিদ্দিক) ।আমি একজন বাংলাদেশের নাগরিক।আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ এর(IHC)ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি।আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন সদস্য।আমি কয়েক মাস আগে এই প্লাটফর্মের সাথে যুক্ত হই। এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমার।পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব।আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। ধন্যবাদ।



Vote@bangla.witness as witness

Or

Set@rme as your proxy

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।