ফটোগ্ৰাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্ৰাফি দিয়ে একটি অ্যালবাম

abubakar121 -

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাবআমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি এলোমেলো ফটোগ্ৰাফি শেয়ার করবো। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।

ফটোগ্রাফি করাটা দিন দিন কেমন জানি একটা নেশায় পরিণত হয়ে যাচ্ছে। যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু আমার বাংলা ব্লগে আসার পর থেকে সেই আসক্তিটা আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। এছাড়াও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্ৰাফি করতে অনেক পছন্দ করি। যেহেতু আমি গ্ৰামে থাকি, তাই গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি। তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদেরও ভালো লাগে।
📸 রঙ্গনফুলের ফটোগ্ৰাফি


লোকেশন

আপনারা উপরে যে ফটোগ্ৰাফিটি দেখতে পাচ্ছেন এটি মূলত রঙ্গনফুলের ফটোগ্রাফি।এই ফুলের আরেক নাম হচ্ছে রক্সিনী।রঙ্গনফুল শোভাবর্ধনকারী ফুল হিসেবে অতি জনপ্রিয়। এই ফুলকে অনেক জায়গায় দেখা যায় বিশেষ করে স্কুল,কলেজ, ভার্সিটিতে বেশি দেখতে পাওয়া যায়। আমি মূলত এই ফটোগ্ৰাফিটি করেছিলাম আমাদের কলেজ থেকে।

📸 ঔষধের ফটোগ্ৰাফি


লোকেশন

আপনারা উপরে যে ফটোগ্ৰাফিটি দেখতে পাচ্ছেন এটি মূলত একজন হকারের দোকানের ঔষধের ফটোগ্ৰাফি। সেখানে ছিল প্রায় সাত রকম রোগের ঔষধ। তিনি মাইকিং করে বিক্রি করছিল। আমি হঠাৎ একদিন রাতের বেলা বাজারে গিয়েছিলাম আজ থেকে প্রায় সাত আটদিন আগের কথা।ঐ দিন বাজারে ঢুকেই দেখি এক জায়গায় অনেক লোক জড়ো হয়েছে আমি সেখানে গিয়ে দেখতে পেলাম একজন হকার ঔষধ বিক্রি করছে আর বাকি লোকেরা অনেকেই তা কিনতেছে। আমি মূলত রাতের বেলা এই ফটোগ্ৰাফিটি করেছিলাম।

📸 মুরগির ফটোগ্ৰাফি


লোকেশন

আপনারা উপরে যে ফটোগ্ৰাফিটি দেখতে পাচ্ছেন এটি মূলত মুরগির ফটোগ্ৰাফি। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখতাম সকালবেলা একদল মুরগির ব্যবসায়ী রাস্তা দিয়ে সাইকেল নিয়ে বেল বাজিয়ে বাজিয়ে মুরগি কিনতো আবার বিক্রিও করতো। এখন আর আগের মতো এই ধরনের মুরগি ব্যবসায়ীদের দেখায় যায় না বল্লেই চলে। কিন্তু কালকে হঠাৎ আমি একজনকে দেখলাম যে মুরগি কেনার জন্য আসছে। আমি মূলত রাস্তায় দেখেই এই ফটোগ্ৰাফিটি করেছিলাম। আপনাদের মাঝে শেয়ার করবো এই জন্য।

📸 আকাশমণি ফুলের ফটোগ্ৰাফি

লোকেশন

আপনারা উপরে যে ফটোগ্ৰাফিটি দেখতে পাচ্ছেন এটি মূলত আকাশমণি ফুলের ফটোগ্ৰাফি। আকাশমণি ফুলগুলো হলুদ রঙের হয় তাই দেখতে বেশ ভালোই লাগে। আকাশমণি গাছের কাঠ খুব শক্তিশালী হয় । তাই অনেকেই অনেক কিছু তৈরি করে থাকেন এই আকাশমণি গাছের কাঠ দিয়ে।এই গাছটি ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আমি এই ফটোগ্ৰাফিটি করেছিলাম আমাদের আখিরার নদীর ব্রিজে।

আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে

আল্লাহ হাফেজ

ক্যামেরা পরিচিতি
DeviceMotorola g34 5g
Camera52 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
আমার পরিচয়

আমার নাম মোঃ আবু বকর (সিদ্দিক) ।আমি একজন বাংলাদেশের নাগরিক।আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ এর(IHC)ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি।আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন সদস্য।আমি কয়েক মাস আগে এই প্লাটফর্মের সাথে যুক্ত হই। এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমার।পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব।আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। ধন্যবাদ।



Vote@bangla.witness as witness

Or

Set@rme as your proxy

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।