দোলনা দেখলেই দোল খেতে ইচ্ছা করে। মেলার নৌকা দোলনার দোল খেতে সবারই ভালো লাগে। দোলনা যখন নিচ থেকে উপরে উঠে তখন অধিকাংশ শিশুরই ভালো লাগে। আবার অনেকেই আছেন নৌকায় দোল খাওয়ার সময় অনেক বেশি ভয় করেন, আসলে প্রথমে নৌকা দোলনায় দোল খেলে কম বেশি সবাই একটু ভয় করে থাকেন। এই নৌকা দোলনাগুলো সাধারণত মেলায়, ওয়াজ মাহফিলে, অনুষ্ঠানে দেখা যায়। আমি গত পরশুদিন আমাদের বদরগঞ্জের মেলায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পেয়েছিলাম যে নৌকা দোলনায় অনেকেই দোল খাচ্ছে। তাদের দোল খাওয়া দেখে তো আমার আর মন মানছিল না। তাই আমিও টিকিট কেটে দোল খাওয়ার জন্য বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে নৌকা দোলনা দোলাতে শুরু করলো। প্রথম প্রথম বেশ ভালোই আনন্দ উপভোগ করছিলাম। কিছুক্ষণ পরে যখন নৌকাটা অনেক স্পিডে দোল খাচ্ছিল তখন আমার একটু ভয় লাগছিল। আসলে নৌকায় দোলনায় দোল খাইতে যদিও একটু ভয় লাগা কাজ করে তাও দোল খাইতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা নৌকা দোলনায় দোল খেয়েছেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
🔗ভিডিওগ্ৰাফির লিংক:🔗Loading iframe
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ হাফেজ
Device | Motorola g34 5g |
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
আমার নাম মোঃ আবু বকর (সিদ্দিক) ।আমি একজন বাংলাদেশের নাগরিক।আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ এর(IHC)ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি।আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন সদস্য।আমি ২০২৪ সালের জুলাই মাসে এই প্লাটফর্মের সাথে যুক্ত হই। এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমার।পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব।আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Set@rme as your proxy
আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।