"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ২৭৮ [ তারিখ : ১৭-০৪-২০২৪ ]

abb-featured -


Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @polash123


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - অথরের নাম - মোঃ পলাশ সরকার রাজু । স্টিমিট আইডি- @polash123। বাসস্থান - দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলায়। বর্তমানে পড়াশোনা করছেন। উনি ক্রিকেট খেলতে খুব ভালোবাসেন।সে সাথে সময় পেলে যে কোনো ধরনের ফটোগ্রাফি করা ও আর্ট করাও উনার পছন্দের।স্টিমিট এ জয়েন করেছেন ২০২২ সালের ডিসেম্বর মাস এ।বর্তমানে উনার স্টিমিট জার্নির বয়স প্রায় দেড় বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


স্টিমিটের টাকায় নিজের প্রথম স্বপ্ন পূরন করলাম,ভালোবাসি আমার বাংলা ব্লগকে... @polash123 (16/04/2024 )

আমার আশা ও স্বপ্ন রয়েছে আমার বাংলা ব্লগ থেকে কিছু একটা করবো।আমি আজকেই সকালে দিনাজপুর গিয়ে ফোন কিনে নিয়ে আসছি,তো আশার পরেই আমার যে অনুভূতি টা সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো।তাহলে দেরি না করে শুরু করা যাক।


আজকের ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করার সময় এই পোস্টটি চোখে পরাতে ভাবলাম যে এই পোস্টটাকেই ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করা হোক। কারণ এই পোস্টে বেশ বিশেষ একটি ব্যাপার রয়েছে। যেটা হয়তো আপনারা উনার পোস্টের টাইটেলটি দেখেই বুঝতে পারছেন।

এই প্লাটফর্মটি, বিশেষ করে এই কমিউনিটিটি আসলে আমাদের সকলেরই স্বপ্ন পূরণের জায়গা। এটা আর নতুন করে কিছু বলার নেই। কিন্তু যখন স্বপ্ন পূরণের গল্প গুলো এভাবে উঠে আসে এবং স্বপ্ন পূরণের গল্প গুলো যখন এভাবে পড়তে পারি, জানতে পারি। তখন আলাদা রকম আর ভালো লাগা কাজ করে। যে ভালোলাগা মুখে বলে কিংবা প্রকাশ করা সম্ভব নয়। ভালোলাগাটি একমাত্র যে অনুভব করতে পারবে সে ই বুঝতে পারবে। কারণ এই জায়গাটায় আমাদের সকলের জন্য কি সেটা আমরা সকলেই জানি। এই জায়গাটি আমাদের জন্য কতোটা মূল্যবান সেটাও আমরা জানি এবং এই জায়গা থেকে যে আমরা এই জীবনে কতো কিছু পেয়েছি সেটা হয়তো এক কথায় প্রকাশ করা কখনোই সম্ভব নয়।

উনার রোজার মাসে অনেক সমস্যা হলেও। ঈদের সময় কিন্তু তিনি আমার বাংলা ব্লগের জন্য বেশ ভালো একটি কাজ করতে পেরেছেন এবং নিজের স্বপ্নটা পূরণ করতে পেরেছেন। আসলে হয়তো ওই ফোন গুলো এই জন্য নষ্ট হয়েছিলো। যাতে তিনি একটি নতুন ফোন কিনতে পারেন।আসলে কথায় আছে, অন্ধকারের পরেই সূর্যের আলোর দেখা পাওয়া যায়। উনার ব্যাপারটিও ঠিক তেমন।

ফোন নিয়ে বিড়ম্বনা পোহানোর পরে উনি আমার বাংলা ব্লগে কাজ করার মাধ্যমে বেশ ভালো একটি ফোন কিনতে পেরেছেন। আসলে এটা শুধু উনার কথা নয়, এটা আমাদের সবার কথা। আমাদের সবার মূল ব্যাপারটাই কিন্তু একই। অর্থাৎ আমরা সকলেই আমাদের বিভিন্ন রকমের স্বপ্ন পূরণ করতে পেরেছি আমার বাংলা ব্লগের কারণে এবং সেজন্য আসলে উনি যেমন দাদার কাছে কৃতজ্ঞ।ঠিক তেমনটাই আমরা সকলেও দাদার কাছে কৃতজ্ঞ।আর তাই উনি যে আজ কতোটা খুশি সেটা আশা করি আমরা সকলেই অনুভব করতে পারছি।

উনার এই পোস্টটি পড়ে আলাদা রকমের ভালো লাগা কাজ করেছে।আসলে কষ্ট করলে,শ্রম দিলে সফলতা আসবেই আসবে।সেটা হতে পারে কারো একটু দেরিতে আসে অথবা কারো হয়তো একটু দ্রুত আসে ,কিন্তু আসবেই আসবে। উনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আশা করছি ফোনটি বেশ ভালোই সার্ভিস দেবে। উনার জন্যে শুভকামনা রইলো আমাদের সকলের পক্ষ হতে।


ছবি গুলো @polash123 এর ব্লগ থেকে নেওয়া

সর্বোপরি উনার পোস্টের মার্কডাউন, বানান এবং ছবির কোয়ালিটি সবকিছুই বেশ ভালো ছিলো, সে সাথে লেখার পরিমাণও। আশা করছি তিনি আমার বাংলা ব্লগের সাথে থাকবেন এবং ভবিষ্যতেও এভাবে সুন্দর সুন্দর সব পোস্ট উপহার দিয়ে যাবেন।

ধন্যবাদ সবাইকে।