"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৮৪ [তারিখ : ২৩-০৪-২০২৪]

abb-featured -

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohinahmed


অথরের নামঃমহিন আহমেদ। জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত। তার শখ- ভ্রমণ করা এবং গান গাইতে খুব পছন্দ করেন। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করেন। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


"ডাই পোস্ট || কার্ডবোর্ড এবং বিভিন্ন রঙের ক্লে দিয়ে একটি ফটো ফ্রেম তৈরি [২৩-০৪-২০২৪]

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। যাইহোক আমি কার্ডবোর্ড এবং বিভিন্ন রঙের ক্লে দিয়ে একটি ফটো ফ্রেম তৈরি করেছি। ফটো ফ্রেমের মধ্যে ছবি রাখলে দেখতে খুব সুন্দর লাগে। আগে বিভিন্ন ধরনের ফটো ফ্রেম কিনে আনতাম বাসায়। কিন্তু অনেকদিন হলো ফটো ফ্রেম কেনা হয় না। যাইহোক গতকালকে ফটো ফ্রেম তৈরি করার পর, ভেবেছিলাম ফ্রেমের মধ্যে আমার একটি ছবি রাখবো। কিন্তু কোনো অ্যালবাম খুঁজে পেলাম না বাসায়। আসলে গত বছর উপর তলায় শিফট হওয়ার সময় সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। আমার কয়েকটি বড় সাইজের লেমিনেটিং করা ছবি খুঁজে পেয়েছিলাম। তবে সেগুলো ফটো ফ্রেমে জায়গা হয় না। তাই বাধ্য হয়ে ড্রয়িং খাতা থেকে আগের একটি আর্ট সাইজ করে কেটে, ফটো ফ্রেমের মধ্যে রেখে ফাইনাল আউটপুটের ছবি তুলেছি। বিভিন্ন রঙের ক্লে দিয়ে ফুল এবং লতা-পাতা তৈরি করে, ফ্রেমের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। যাতে করে ফটো ফ্রেমটা দেখতে খুব সুন্দর লাগে। যাইহোক ধাপে ধাপে আমি ফটো ফ্রেম তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এমন ফটো ফ্রেম তৈরি করে, নিজেদের ছবি রাখতে পারেন।...



ছবিগুলো নেয়া হয়েছে @mohinahmed এর পোস্ট থেকে


আজকের ফিচার্ড পোস্ট বাছাই করতে গিয়ে দারুন দারুন পোস্ট দেখতে পেয়েছিলাম। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই পোস্টটি দারুণ লেগেছিল। মহিন ভাই ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে একটি ফটো ফ্রেম তৈরি করেছিল যা দেখতে বেশ সুন্দর লাগছিল। এছাড়াও তিনি তার পোষ্টের মধ্যে তৈরি পদ্ধতিগুলো অনেক চমৎকার ভাবে বর্ণনা করেছেন, এছাড়াও তার উপস্থাপনা অসাধারণ ছিল। আসলে ডাইপ্রজেক্ট গুলো তৈরি করা কিন্তু মুখের বিষয় নয়। এখানে অনেকটাই কল্পনার বিষয় রয়েছে। আমি কি তৈরি করব সে বিষয়টা আগে চিন্তাভাবনা করতে হয় এবং সেই বিষয়ে অনুযায়ী আমার কি কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলো অ্যারেঞ্জ করতে হয়, পরবর্তীতে সেই চিন্তা ভাবনাকে ডাই প্রজেক্ট এর মাধ্যমে বাস্তবায়ন করতে হয়। যে বিষয়টি মহিন ভাই অনেক চমৎকার ভাবেই আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন।

মহিন ভাই এই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটি ফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, ট্রাভেলিং, আর্ট পোস্ট এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন।

তার পুরো পোস্ট পড়ে অনেক মুগ্ধ হয়েছি এবং আমার কাছে ওনার সবকিছুই অনেক ভালো লেগেছিল। তবে এই ডাই প্রজেক্টটি তৈরি করতে বেশ সময় লেগেছে এবং অনেক ধৈর্যের সাথে কাজ করে যেতে হয়েছে, এছাড়াও এর আগে যখন ডাই প্রজেক্ট তৈরি করতে গিয়েছিল তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সেগুলো ওভারকাম করেই তিনি এই পোস্টটি তৈরি করেছেন। সবদিক থেকেই এই পোস্টটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, তাই এই পোস্টে আজকে ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।



ধন্যবাদ