গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৫২১ তম রাউন্ড শেষে আজ ২১ ডিসেম্বর ২০২৪, ৫২২ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
অথরের নাম-মোছা: মনীরা আক্তার মুন্নি। জাতীয়তা- বাংলাদেশী। শখ-তাঁহার প্রিয় শখ গুলো হলো: রান্না করা, ফুল গাছ লাগানো, ফটোগ্রাফি করা, ছবি আঁকা ইত্যাদি। তবে এগুলোর মধ্যে তাঁহার সবচেয়ে প্রিয় শখ হচ্ছে ফটোগ্রাফি করা।শিক্ষাগত যোগ্যতা- অনার্স শেষ করে বর্তমানে মাস্টার্সে অধ্যায়নরত আছেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের জুলাই মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং বর্তমানে চলমান।
অরিগ্যামি-কাগজ দিয়ে ছোট বাচ্চার শার্ট তৈরি|| ( Publish: 20.12.2024 )
কাগজের তৈরী বিভিন্ন অরিগ্যামি দেখতে অনেক ভালো লাগে। আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত প্রায় কম-বেশি এই কাগজ বা ক্লে দিয়ে দেখি বিভিন্ন ধরণের ডিজাইন এর অরিগ্যামি বা ডাই করতে। এইগুলো অনেক সৌন্দর্যপূর্ণ হয়ে থাকে। আজকেও দেখতে দেখতে এই অরিগ্যামিটা দেখলাম, বেশ ভালো হয়েছে বাচ্চাদের শার্টের ডিজাইনটা। এই অরিগ্যামির বিষয়গুলো আবার রঙ্গিন কাগজের উপর বেশি ফুটে ওঠে। কাগজের মাধ্যমে এই ধরণের সৃজনশীল কাজগুলো করাটাও অনেক সময় সাপেক্ষ আর অরিগ্যামির যেকোনো বিষয়কে সৌন্দর্যপূর্ণ ভাবে ফুটিয়ে তোলাটাও বেশ অভিজ্ঞতা সম্পন্ন কাজ।
তবে এইগুলো শুধু সৃজনশীল কাজ নয়, একধরণের শিল্প। এই ধরণের কাজ বা শিল্প একবার ভালোভাবে সম্পন্ন করার পরে দেখতে যেমন সুন্দর লাগে আবার মনের মধ্যেও বেশ আনন্দ লাগে। কাগজের মাধ্যমে যে ধরণের অরিগ্যামি করা হোক না কেনো, সবকিছুই ভাঁজের কাছে, ভাঁজ যতো সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, ততই বিষয়টা দেখতে মনমুগ্ধকর হয়ে ওঠে। যাইহোক, বাচ্চাদের তৈরী শার্টের এই অরিগ্যামিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমনি যেনো কাগজের প্রতিটা ভাঁজ ধীরে ধীরে চমৎকার একটি আকৃতিতে রূপ নিয়েছে।