New to Nutbox?

ক্ষণিকেরও নাই ভরসা।

10 comments

rupok
80
7 months agoSteemit3 min read

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। সবাই ভবিষ্যতে কি করবো সেই পরিকল্পনাতেই জীবনটা ব্যয় করছি। অথচ আমরা ভুলেই গিয়েছি আমাদের এই জীবনের কোন নিশ্চয়তা নেই। মানুষের জীবনের একমাত্র নিশ্চিত যে ব্যাপারটি সেটা হচ্ছে মৃত্যু। অথচ এই মৃত্যুকেই আমরা সবাই ভুলে থাকি। আমাদের চলাফেরা কাজকর্ম দেখলে মনেই হয় না যে আমাদের কখনো মৃত্যু হবে। আমাদের চিন্তা ভাবনা দেখলে বা কাজকর্ম দেখলে মনে হবে আমরা সকলে অমর। অথচ যে কোন মুহূর্তে আমাদের জীবনের ইতি ঘটতে পারে। এই জীবনে আমরা সুখ নামের এক মিথ্যা মরীচিকার পেছনে ছুটে বেড়াই। অথচ এই ছুটে বেড়ানো কিছুক্ষণের জন্য বন্ধ করে হলেও যদি আমরা জীবনটাকে নিয়ে একটু চিন্তাভাবনা করতাম। তাহলে হয়তো আমাদের জীবন যাপনে পরিবর্তন আসতো। আমরা সবাই সুখের সন্ধানে দিন রাত এক করে ফেলছি। জীবনে কিভাবে আরো ভালো থাকা যায় আরো ভালো জীবন যাপন করা যায় সেটা নিয়েই আমরা আমাদের জীবনটা পার করে দিচ্ছি। কিন্তু পরবর্তী গন্তব্যের জন্য কি আমাদের কোন সঞ্চয় আছে? সেটা নিয়ে আমরা কেউই চিন্তা করি না।

Blue Aqua Minimalist Sea Soothes the Soul Quote Instagram Post_20240418_172541_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে

গত পরশুদিন আমার মামা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তিনি ব্যবসা করেন পাশাপাশি রাজনীতিও করেন। তার সমস্ত চিন্তা ভাবনা ধ্যান-ধারণা, তার ব্যবসা এবং রাজনীতি নিয়ে। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তার সমস্ত কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। কিন্তু তাতে পৃথিবীটা থেমে নেই। পৃথিবী তার নিজ গতিতেই চলছে। অথচ যখন তিনি সুস্থ ছিলেন তখন এতো ব্যস্ত ছিলেন মনে হতো তিনি থেমে গেলে হয়তো পুরো পৃথিবীটাই থেমে যাবে। আজ দুদিন হোলো তিনি হাসপাতালের বেডে চুপচাপ শুয়ে আছেন। তাতে কারো কোনো সমস্যা হচ্ছে না শুধু তার পরিবারের সদস্যরা বাদে। এই যে হঠাৎ থেমে যাওয়া বা আমাদের হঠাৎ চলে যাওয়া এই বিষয়গুলো দেখেও আমরা কিছু শিক্ষা নেই না।


আমাদের খুব কাছের কেউ যখন চলে যায় তখন কয়েকটা দিন আমরা হয়তো একটি অন্যভাবে চিন্তা ভাবনা করি। আবার সেই শোক কাটিয়ে উঠলে আমরা আগের জীবনে ফিরে যাই। অথচ আমরা যদি আমাদের মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তাভাবনা করি তাহলে আমাদের বর্তমান জীবন যাপনে পরিবর্তন চলে আসে এবং সেই পরিবর্তনটা হয় ইতিবাচক। ধরুন একজন দুর্নীতিবাজ মানুষ। সে যদি তার জীবনের অনিশ্চয়তা নিয়ে চিন্তা করে মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা করে। তাহলে কিন্তু সে আর দুর্নীতি করতে পারবে না। তার মনের ভেতরে একটা ভয় কাজ করবে। এই কারণে আমাদের সকলেরই উচিত নিজেদের চিন্তাভাবনার পরিবর্তন আনা। আমরা যে সাময়িক সময়ের জন্যই পৃথিবীতে এসেছি সেটা কখনো ভুলে না যাওয়া। আর এই চিন্তা ভাবনাটাই পুরো বিশ্বকে বদলে দিতে পারে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Comments

Sort byBest