ক্ষণিকেরও নাই ভরসা।
10 comments
ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে
গত পরশুদিন আমার মামা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তিনি ব্যবসা করেন পাশাপাশি রাজনীতিও করেন। তার সমস্ত চিন্তা ভাবনা ধ্যান-ধারণা, তার ব্যবসা এবং রাজনীতি নিয়ে। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তার সমস্ত কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। কিন্তু তাতে পৃথিবীটা থেমে নেই। পৃথিবী তার নিজ গতিতেই চলছে। অথচ যখন তিনি সুস্থ ছিলেন তখন এতো ব্যস্ত ছিলেন মনে হতো তিনি থেমে গেলে হয়তো পুরো পৃথিবীটাই থেমে যাবে। আজ দুদিন হোলো তিনি হাসপাতালের বেডে চুপচাপ শুয়ে আছেন। তাতে কারো কোনো সমস্যা হচ্ছে না শুধু তার পরিবারের সদস্যরা বাদে। এই যে হঠাৎ থেমে যাওয়া বা আমাদের হঠাৎ চলে যাওয়া এই বিষয়গুলো দেখেও আমরা কিছু শিক্ষা নেই না।
আমাদের খুব কাছের কেউ যখন চলে যায় তখন কয়েকটা দিন আমরা হয়তো একটি অন্যভাবে চিন্তা ভাবনা করি। আবার সেই শোক কাটিয়ে উঠলে আমরা আগের জীবনে ফিরে যাই। অথচ আমরা যদি আমাদের মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তাভাবনা করি তাহলে আমাদের বর্তমান জীবন যাপনে পরিবর্তন চলে আসে এবং সেই পরিবর্তনটা হয় ইতিবাচক। ধরুন একজন দুর্নীতিবাজ মানুষ। সে যদি তার জীবনের অনিশ্চয়তা নিয়ে চিন্তা করে মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা করে। তাহলে কিন্তু সে আর দুর্নীতি করতে পারবে না। তার মনের ভেতরে একটা ভয় কাজ করবে। এই কারণে আমাদের সকলেরই উচিত নিজেদের চিন্তাভাবনার পরিবর্তন আনা। আমরা যে সাময়িক সময়ের জন্যই পৃথিবীতে এসেছি সেটা কখনো ভুলে না যাওয়া। আর এই চিন্তা ভাবনাটাই পুরো বিশ্বকে বদলে দিতে পারে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Comments