New to Nutbox?

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৫০ (১৮-০৪-২৪ থেকে ২৪-০৪-২৪)

19 comments

rme
89
16 days agoSteemit7 min read


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৫০ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @razuan12


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@razuan12$25 UPVOTEঅরিগ্যামি পোস্ট - দুটি বিড়ালের সুন্দর অরিগ্যামি
02@razuan12$25 UPVOTEলাইফস্টাইল পোস্ট -সহধর্মিনীর অপারেশন ও ব্যস্তময় দিন

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - রেজুওয়ান আহমেদ।স্টিমিট আইডি - @razuan12। শিক্ষাগত যোগ্যতা - অনার্স ফার্স্ট ইয়ার এ পড়াশোনা করছেন।বাসস্থান - মেহেরপুর জেলার গাংনী থানার বামুন্দীতে।বৈবাহিক অবস্থা - বিবাহিত ।পছন্দ করেন ঘুরোঘুরি,খাওয়া দাওয়া,ফটোগ্রাফী সহ ইত্যাদি।স্টিমিট এ জয়েন করেছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাস এ।বর্তমানে উনার স্টিমিট জার্নির বয়স প্রায় তিন বছর প্লাস চলমান।

এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-04-30-21-34-16-915-edit_com.android.chrome.jpg

তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcRsZmP79kNupehifvEb4iR8G7KoCbgq9zhMnaGgagkbXGCGmAvbVNz4vjKwgi4LGzfJaEnisdC47WtKPs9mSvc61sWEr.jpeg

সাধারণ মানুষের জন্য একটা মরণ ফাঁদ ইনভেস্টেড সাইট ||অতি লোভে তাঁতি নষ্ট...... by @razuan12 • 22/04/2024

বর্তমানে কিছু ইনভেস্ট সাইড বাংলাদেশে তৈরি হচ্ছে।কিছু মানুষ নিয়ে আসছে তা, এই সাধারণ মানুষের জন্য একটা মরণ ফাঁদ।তারা ফাঁদ পেতে বসে আছে আর সাধারণ মানুষদের বোকা বানাচ্ছে। এইসব ইনভেস্ট সাইড কে আমরা না বলি।…

উনার এই পোস্টটি বেশ সময়োপযোগী একটি পোস্ট ছিলো।কারণ শুধু বাংলাদেশেই নয়, প্রতিটি দেশে এমন অনেকগুলো স্ক্যাম সাইট কিংবা অ্যাপ রয়েছে। যেগুলো প্রতি বছর বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এবং তারা মানুষের কষ্টের টাকাতে তাদের নিজেদের জীবন আনন্দে ভরিয়ে তুলছে। কিন্তু যেই মানুষেরা এসব মানুষের পাল্লায় পরে সবকিছু হারাচ্ছে,আমি তাদের কোনো দোষ না দিয়ে ও পারছি না। কারণ তাদের অনেক বেশি লোভ আছে বলেই এই অল্প সময়ে বেশি টাকা ইনকাম করার স্ক্যামগুলোতে তারা জড়িয়ে পরে। উনার এই পোস্টটির লেখাগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিলো। কারণ আসলেই বিভিন্ন ধরনের জুয়াতে মানুষ জড়িয়ে পরছে শুধুমাত্র খুব অল্প সময়ে বেশি টাকার লোভে। মানুষের যতো অভাবই থাকুক না কেনো। এসব খারাপ কাজ, জুয়ার সাথে কোনোভাবেই জড়ানো যাবে না। আর একবার জড়ালে তবে তার জীবন শেষ না হওয়া পর্যন্ত এসব পিছু ছাড়েনা।

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcRsZmP79kNupehifvEb4iR8G7KoCbgq9zhMnaGgagkbXGCGmAvbVNz4vjKwgi4LGzfJaEnisdC47WtKPs9mSvc61sWEr.jpeg

ছবিটি @razuan12 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JLd7g26ZmsEZig6DkBngHwyXbPGhPwxv5KBymaByJaZQgT4KxzfBx4GwP9QQYrZZrtb9HpXp1zTrSQuvKKxB3a9vFkhBzaLn.jpeg

আর্ট পোস্ট||চা কেটলি এবং কাপ এর ম্যান্ডেলা আর্ট...... by @razuan12 • 23/04/2024

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে মার্কার পেনের সাহায্যে চা কেটলি এবং কাপ ম্যান্ডেলা তৈরি করেছি। প্রতিটা ইউজার বেশ ভালো মেন্ডেলা আর্ট করে থাকেন।এই কাজগুলো করতে বেশ দক্ষতা লাগে। দক্ষতা ছাড়া কখনোই সম্পূর্ণ করা যায় না। হাতে যদি সময় না থাকে কখনোই মেন্ডেলা আর্ট সুন্দরভাবে ফুটে ওঠে না।…

মান্ডালা আর্ট আমার বরাবরই বেশ পছন্দের। কারণ এই আর্টটি আমাদের বিভিন্ন পুরনো ঐতিহ্যকে বহন করে। আমাদের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোতে কিন্তু এই আর্টটি অনেক ভাবে দেখা গিয়েছে এবং এর বিশেষত্ব আলাদা। অর্থাৎ এই মান্ডালা আর্ট গুলোর প্রতিটি আর্টের বর্ণনা আলাদা। অর্থাৎ প্রতিটির তাদের নিজস্বতা রয়েছে।আগে শুধুমাত্র বিভিন্ন দেওয়ালে কিংবা চিত্রে মান্ডালা আর্ট উপস্থাপন করা হতো। কিন্তু বর্তমানে প্রায় প্রতিটি ক্ষেত্রেই মান্ডালা আর্টের ছোঁয়া দেখতে পাওয়া যায়। যেমনটা উনার আর্টে রয়েছে। উনার আর্টের মতো সত্যিকার আজকালকার সময়ের বিভিন্ন মাটির কিংবা লোহার তৈজসপত্রে এই ধরনের মান্ডালা আর্ট দেখা যায়। যেগুলো দেখতে বেশ সুন্দর এবং আকর্ষণীয় লাগে। সেই সাথে উনার আর্টটি ও সুন্দর হয়েছে, কালার কম্বিনেশন গুলো ও ভালো ছিলো।

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JLd7g26ZmsEZig6DkBngHwyXbPGhPwxv5KBymaByJaZQgT4KxzfBx4GwP9QQYrZZrtb9HpXp1zTrSQuvKKxB3a9vFkhBzaLn.jpeg

ছবিটি @razuan12 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScuDpS2KFAiv3ErMyzTfq6Cbf2xomtbeqCWNFv91re5vwn11FSARDRSYADrP2ADpmbu2iSbnkXBwmD7i3n2ExCJDj6N7LUKpbQppKSc7ibfU.jpeg

রেসিপি পোস্ট||ঘরোয়া পদ্ধতিতে এগ পাস্তা রেসিপি ...... by @razuan12 • 27/04/2024

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে মজাদার এগ পাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম এবং অনেকে অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে থাকেন। আজকেও আমি পোষ্টের ভিন্নতা আনার জন্য রেসিপি নিয়ে আসলাম।সময় অসময়ে যখন ইচ্ছা করে তখন নুডুলস অথবা পাস্তা রান্না করে খায় ভীষণ ভালো লাগে। যদি চিজ পেতাম তাহলে আরো সুন্দরভাবে জমে উঠতো। …

পাস্তা আমিও খুব ভালোবাসি খেতে বিশেষ করে স্ন্যাক্স বা বিকেলের খাওয়ার সময় কিংবা বাইরে খাওয়ার সময় এই পাস্তাটা খাওয়ার তালিকায় থাকেই থাকে। কারণ এটা খেতে যেমন সুস্বাদু, ঠিক তেমনটা অনেক বেশি অস্বাস্থ্যকর খাবারও নয়। আর বিশেষ করে এটা বাসায় বানানো হলে খেতে বেশি স্বাদ হয় এবং স্বাস্থ্যসম্মত হয়। কারণ এই পাস্তা তে ডিম, চিকেন এবং সেই সাথে বিভিন্ন ধরনের সবজি দেওয়া হয়। এতে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ পাওয়া যায়। আর যদি উনার রেসিপিটির মতো একটু ঝাল ঝাল করা হয়। তাহলে কিন্তু খেতে আরো বেশি দারুণ লাগে। আর বিশেষ করে সস থাকাতে খেতে আরও বেশি মজা লাগে।আর বিশেষ করে উনার রেসিপিটিও দেখতে বেশ লোভনীয় হয়েছে। অর্থাৎ কালার টা দারুন।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScuDpS2KFAiv3ErMyzTfq6Cbf2xomtbeqCWNFv91re5vwn11FSARDRSYADrP2ADpmbu2iSbnkXBwmD7i3n2ExCJDj6N7LUKpbQppKSc7ibfU.jpeg

ছবিটি @razuan12 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yMJK5NX5M1jNd9PrcXWHC1MidSF4FiqvrRii3F2pPHdAUcUNFCFcoXUrzmNAcTwg2fwvufaiAxua1ngauqcPbMvfnUB9g.jpeg

ক্রিয়েটিভ রাইটিং ||বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে কিডনি কেটে বিক্রি করেন মিল্টন সমাদ্দার? কতটুকু সত্য...... by @razuan12 • 28/04/2024

বর্তমানে কিছু মানবতার ফেরিওয়ালা আছে। মানুষের সহানুভূতিশীল দেখিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে।আমাদের অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। অনেক মানুষ দেখেছি সোশ্যাল মিডিয়ায় মানুষকে সাহায্য করে টাকা ইনকাম করতেছি। ভালোর থেকে মানুষ বেশিরভাগ সময় নিজের স্বার্থটাই দেখতেছে প্রচুর। জানিনা সত্যতা কতটুকু?…

উনার লেখাটি পড়ে অবাক না হয়ে পারলাম না। লেখাটি পড়ে সত্যিই আমি একেবারে তাজ্জব বনে গেলাম। কারণ মানুষের সাহায্যের আড়ালে অমানুষিক কোনো ব্যাপার থাকতে পারে সেটা এখন স্বাভাবিক মনে হয়। কিন্তু এতোটা ভয়ংকর কোনো কারণ থাকতে পারে অন্য কোনো অসহায় মানুষকে সাহায্য করার পিছনে। সেটা ভাবলেই শরীর শিউরে উঠছে।প্রথমত ওই মানুষগুলোকে এই মিল্টন সমাদ্দার নামের লোকটি পেয়েছে তাদের নিজেদের ছেলে-মেয়েদের অবহেলার কারণে। আর যেই না সেই বয়স্ক মানুষগুলো একটু সুখের আলো দেখার জন্য ছটফট করে উঠেছে। আর ঠিক তখনই তাদের কাজে লাগানো হয়েছে। যখন তারা একটু আশার আলো দেখেছে। আর মানুষকে সাহায্যের নামে এতো বড় ক্ষতি করাটা সত্যিই খুব ভয়ঙ্কর। আর কয়েকটা অঙ্গ-প্রত্যঙ্গের জন্য একটা মানুষকে একেবারে শেষ করে ফেলা! ব্যাপারটা খুবই ভয়ঙ্কর মনে হলো। আমি নিজেও সত্যতা জানতে চাই। কারণ উনার লেখাটি পড়ে সত্যি খুব অবাক হয়েছি।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yMJK5NX5M1jNd9PrcXWHC1MidSF4FiqvrRii3F2pPHdAUcUNFCFcoXUrzmNAcTwg2fwvufaiAxua1ngauqcPbMvfnUB9g.jpeg

ছবিটি @razuan12 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH815fZxQZ69PZWLXQkpXxzgSR6RBdR5WjWASC8pTfe3nb9bsMhRckXMVstkHXG5cPCCBha5LxEgFZDuTQrvG7MqUm4JkPPk.jpeg

লাইফস্টাইল পোস্ট ||সহধর্মিনীর অপারেশন ও ব্যস্তময় দিন...... by @razuan12 • 30/04/2024

সকলের কাছে দোয়া প্রার্থী প্রিয় মানুষটি অসুস্থ। নাকের পলিপাস অপারেশন করা হয়েছে। আপনারা সকলে দোয়া করবেন।…

উনার পোস্টটি পড়ে প্রথমেই আমি কিছুটা অবাক হয়েছি। কারণ উনি মস্ত বড় একটি ভুল করেছেন। ভুলটি হলো অপারেশন করার পরে যতক্ষণ পর্যন্ত ডাক্তার কোনো খাবার এবং পানি দিতে মানা করবে। ততক্ষণ পর্যন্ত রোগী যাই বলুক না কেনো।কোনোভাবে কোনো পানি কিংবা খাবার দেওয়া যাবে না। এটা স্বাভাবিক যে নিজের খুব প্রিয় মানুষ যখন আমাদের কাছে পানি কিংবা খাবার চায়। তখন সেটা দিতে না পারার মতো কষ্ট পৃথিবীতে আর নেই। কিন্তু তাদের ভালোর জন্যই কিন্তু আমাদেরকে কঠোর হতে হয় সে সময়টাতে। কারণ অনেক সময় অপারেশনের পর এই ধরনের খাবার দেওয়ার বিষয়ে রোগের মৃত্যু পর্যন্ত হয়েছে এমন ঘটনাও রয়েছে। তবে নাকের পলিপাস অপারেশনটি খুবই সামান্য একটি অপারেশন। তাই আমি বলবো যে এতো ঘাবড়ানোর কিছু নেই। উনার স্ত্রীর সুস্থতা কামনা করছি।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH815fZxQZ69PZWLXQkpXxzgSR6RBdR5WjWASC8pTfe3nb9bsMhRckXMVstkHXG5cPCCBha5LxEgFZDuTQrvG7MqUm4JkPPk.jpeg

ছবিটি @razuan12 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

সর্বশেষে বলবো উনার পোস্টের ভেরিয়েন্ট ভালো ছিলো। সে সাথে পোস্ট কোয়ালিটি, ছবির কোয়ালিটি , লেখার ধরণ সবকিছুই ভালো ছিলো।আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে এভাবেই যুক্ত থাকবেন।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Comments

Sort byBest